সোমবার, ০৭ জুন, ২০২১, ০৫:২৩:৩৪

'হঠাৎ বিয়ের মণ্ডপ ছেড়ে উঠে যান কনে, ঘোষণা দেন তিনি এই বিয়ে করবেন না'

 'হঠাৎ বিয়ের মণ্ডপ ছেড়ে উঠে যান কনে, ঘোষণা দেন তিনি এই বিয়ে করবেন না'

বিয়ে বাড়িতে উৎসবমুখর পরিবেশ। যথা সময়ে হাজির বরপক্ষ, লগ্ন মেনে শুরু হয় বিয়ে। কিন্তু তারপরই বাধে বিপত্তি। হঠাৎ বিয়ের মণ্ডপ ছেড়ে উঠে যান কনে, ঘোষণা দেন তিনি এই বিয়ে করবেন না। 

ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজের তিকরি গ্রামে এ ঘটনা ঘটেছে। 

 মদ্যপ অবস্থায় বিয়ে করতে গিয়েছিলেন বহু বর। বরযাত্রীর সঙ্গে যাওয়া তার বন্ধুরাও মদ্যপ ছিলেন। তাদের আচরণও ছিল খুবই অসংলগ্ন। বিষয়টি প্রথমে পাত্তা দেননি কনেপক্ষের লোকেরা। কিন্তু মালা বদলের সময় ঘটে বিপত্তি। কনের অভিযোগ, তখন সকলের সামনে নাচার জন্য হবু বউকে জোর করতে থাকেন মদ্যপ বর। বহুবার বললেও কথা শোনেননি তিনি। বরং উল্টো জেদ করেন। হবু স্বামীর এই অবস্থা দেখে ক্ষেপে যান কনে। স্পষ্ট জানিয়ে দেন, মাতাল ওই যুবককে বিয়ে করবেন না তিনি। 

কনের দাবি, বিয়ের আগেই মাতাল বরের এই হাল, এরপর না জানি কী হবে!

তবে, শুধু বিয়ে ভেঙে দিয়েই থেমে থাকেনি কনেপক্ষ। বরপক্ষকে দেওয়া উপহার সামগ্রীও ফেরত চায় কন্যাপক্ষ। বিষয়টি নিয়ে উত্তেজনার সৃষ্টি হলে বরপক্ষকে ঘরে আটকে রাখা হয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  সূত্র: জি নিউজ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে