শুক্রবার, ১১ জুন, ২০২১, ১০:২১:২২

সোনা-রুপার বিশাল খনির সন্ধান পেল তুরস্ক

সোনা-রুপার বিশাল খনির সন্ধান পেল তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের জন্য বিশাল এক সুখবর। তারা সন্ধান পেয়েছে সোনা-রুপার বিশাল খনির। দেশের  পূর্বাঞ্চলীয় প্রদেশ আগ্রিতে অবস্থিত এই খনিতে ২০ টন সোনা মজুত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই সোনার দাম ১.২ বিলিয়ন ডলার বলে ধারণা করা হচ্ছে। তুরস্কের শিল্প ও প্রযুক্তিমন্ত্রী মোস্তফা বারন্ক এ তথ্য জানান।

শুধু সোনা নয়, একই অঞ্চলে মিলেছে ৩.৫ টন রুপা (যার মূল্য ২.৮ মিলিয়ন ডলার)।

প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগান বলেন, এই খনি আবিষ্কার দেশের অর্থনীতি ব্যাপক অবদান রাখবে বলে ধারণা করা হচ্ছে। এই প্রকল্পে সরাসরি ৫০০ লোক নিয়োগ পাবে ও পরোক্ষভাবে দুই হাজার চাকরি সৃষ্টি করবে। ২০২২ সালের শেষ দিকে এই খনি থেকে সোনা তোলা যাবে বলে আশা করা হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে