যুক্তরাজ্যের সাবেক অর্থমন্ত্রী পাকিস্তান বংশোদ্ভূত সাজিদ জাবিদ স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব নিচ্ছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি। দায়িত্ব নিলে তিনিই হবেন যুক্তরাজ্যের ইতিহাসে প্রথম কোনো মুসলিম স্বাস্থ্যমন্ত্রী।
এক টুইট বার্তায় সাজিদ নিজেই এ ঘোষণা দিয়েছেন। এ ছাড়া স্থানীয় সময় শনিবার (২৬ জুন) দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসনের কার্যালয় থেকে নতুন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে সাজিদ জাবিদের নাম ঘোষণা করা হয়।