শনিবার, ০৯ জানুয়ারী, ২০১৬, ০৭:৫৭:০৭

পররাষ্ট্রমন্ত্রীর পর প্রতিরক্ষামন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রীর পর প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরব ঘোষিত সামাজিক জোট গঠনের চেষ্টা চলছে। তার কারণেই সৌদি অারবের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ বিন সালমান পাকিস্তান সফরে যাচ্ছেন। ৩৪টি দেশনিয়ে ঘোষিত সামরিক জোটে পাকিস্তানের সহযোগিতার বিষয়ে আলোচনার জন্য তিনি আগামীকাল রোববার পাকিস্তান সফরে যাবেন। সন্ত্রাসীদের বিরুদ্ধে জোটবদ্ধ হয়ে লড়াইয়ের জন্য সম্প্রতি সৌদি আরব এ জোটের ঘোষণা করেছে। পাকিস্তানের ইংরেজি দৈনিক দ্যা এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

এর আগে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রী ড. আদেল আজ-জুবায়ের পাকিস্তান সফরে গেলে পাকিস্তান সরকারের সাথে অনেক বিষয় নিয়ে আলোচনা হয় তার। তখন ড. আদেল আজ-জুবায়েরকে পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়, সৌদি আরবের প্রতি পাকিস্তানের ‘নিঃশর্ত সমর্থন’ আছে এবং আগামী দিনেও তা থাকবে।

আগামীকাল প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ বিন সালমান পাকিস্তান সফর করবেন জোটের কিছু বিষয় নিয়ে পাকিস্তানের সাথে বিস্তারিত আলোচনা করার জন্য। সন্ত্রাসীদের বিরোদ্ধে আন্তর্জাতিক নীতির আলোকে সৌদি অারবের এই উদ্যোগকে পাকিস্তান স্বাগত জানানের পরই সৌদি প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তান সফরের ঘোষণা করেছেন।

জানা যায়, সৌদি আরবের উদ্যোগে ৩৪টি দেশের যে সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ড তা সুনির্দিষ্ট কোন দেশের বিরুদ্ধে হবেনা। এই কথার উপরই পাকিস্তান এই জোটকে সমর্থন জানিয়েছে। তবে অন্যকোন দেশের বেলায় নয়, নিরিয়া সংকটের রাজনৈতিক সমাধান চায় পাকিস্তান এই বিষয়টি পরিস্কার ভাষায় জানিয়ে দেয়া হয়েছে।

এই জোটে পাকিস্তান কোন সেনাবাহিনী পাঠাকে কিনা এই বিষয়ে কিছু জানা যায়নি। কিন্তু এই জোটে পাকিস্তানের ভূমিকা মূলত গোয়েন্দা তথ্য আদান-প্রদান করা, সন্ত্রাস-বিরোধী প্রশিক্ষণ দেয়া এবং আরো কিছু তৎপরতার মধ্যে সীমিত থাকবে বলেই জানা যায়।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী ড. আদেল আজ-জুবায়েরের পাকিস্তান সফরের পরপরই পাকিস্তান সফরে যাচ্ছেন সৌদি অারবের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ বিন সালমান।
৯ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে