বুধবার, ০৭ জুলাই, ২০২১, ০৫:২৪:৫৬

নতুন বউয়ের কাছ থেকে দূরে থাকতে যুবকের এ কী কাণ্ড!

নতুন বউয়ের কাছ থেকে দূরে থাকতে যুবকের এ কী কাণ্ড!

মাসখানেক হলো বিয়ে হয়েছে। কিন্তু সদ্যবিবাহিত স্ত্রীর সঙ্গে সংসার করতে চাইছেন না। তাই অনেক চিন্তাভাবনা করে শেষমেশ অভিনব উপায় বের করলেন ভারতের মধ্যপ্রদেশের এক যুবক।
স্ত্রীর সঙ্গে দূরত্ব তৈরি করতে নিজেকে কোভিড রোগী দাবি করেন তিনি। স্ত্রীকে হোয়াটসঅ্যাপে জানান, তার করোনা হয়েছে। স্ত্রীকে কোভিডের রিপোর্টও পাঠান। তবে সে রিপোর্ট ভুয়া।

আনন্দবাজার জানিয়েছে, সদ্যবিবাহিত স্ত্রীর থেকে দূরে থাকতেই ভুয়া কোভিড রিপোর্ট তৈরি করেন ওই যুবক। এর পর বাড়ি থেকে অন্যত্র চলে যান।

পুলিশ সূত্রের বরাতে খবরে বলা হয়, মধ্যপ্রদেশের ইন্দরের বাসিন্দা ওই যুবক চলতি বছরের ফেব্রুয়ারিতে বিয়ে করেন। তবে বিয়ের পর থেকেই স্ত্রীর কাছে ঘেঁষছিলেন না তিনি। তার থেকে দূরে থাকতে সম্প্রতি কোভিডে আক্রান্ত হওয়ার ভান করেন।

একটি বেসরকারি ল্যাবরেটরির ওয়েবসাইট থেকে কোভিড পজিটিভ রিপোর্ট ডাউনলোড করে ফটোঅ্যাপের মাধ্যমে তাতে নিজের নামও বসিয়ে দেন।

কোভিডের আক্রান্ত হওয়ার কথা জানালেও স্বামীর কোনো উপসর্গ ধরা না পড়ায় সন্দেহ হয় যুবকের স্ত্রীর।

পুলিশ জানিয়েছে, জাল কোভিড রিপোর্টটি নিজের বাবা ও স্ত্রীকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল অভিযুক্ত। উপসর্গ ধরা না পড়ায় বাড়ির লোকজনদের সন্দেহ হয়। ওই বেসরকারি ল্যাবে যোগাযোগ করেন তারা। এর পরই যুবকের জালিয়াতি ধরা পড়ে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে