শুক্রবার, ০৯ জুলাই, ২০২১, ০৮:৩৩:০১

এবার ইসরাইলি সন্ত্রাসী হামলা বন্ধে কাজ করবে ইরান রাশিয়া ও তুরস্ক

এবার ইসরাইলি সন্ত্রাসী হামলা বন্ধে কাজ করবে ইরান রাশিয়া ও তুরস্ক

এবার সিরিয়ায় ইসরাইলি সন্ত্রাসী হামলা ও জঙ্গি তৎপরতা বন্ধে একসঙ্গে কাজ করার কথা পুনর্ব্যক্ত করেছে ইরান, রাশিয়া ও তুরস্ক। 

কাজাখস্তানের রাজধানী নুর সুলতানে সিরিয়া নিয়ে ১৬তম দফার বৈঠকে তিন দেশই বলেছে, তারা সিরিয়া থেকে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের শেকড় উপড়ে ফেলতে বদ্ধপরিকর এবং এ লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে।খবর আল জাজিরা ও ডেইলি সাবাহর।

গত বছরের ডিসেম্বারে সিরিয়া বিষয়ক প্রথম আলোচনা শুরুর সময় কাজাখস্তানের রাজধানীর নাম ছিল আস্তানা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে