সোমবার, ১২ জুলাই, ২০২১, ১০:৪৫:১৩

হিন্দুত্বই জীবনের একমাত্র পথ: আসামের মুখ্যমন্ত্রী

হিন্দুত্বই জীবনের একমাত্র পথ: আসামের মুখ্যমন্ত্রী

কিছুদিন আগে মুসলমানদের নিয়ে নেতিবাচক মন্তব্য, এখন আবার নতুন মন্তব্য করে আলোচনায় আসামের মুখ্যমন্ত্রী। বিতর্ক যেন তার পছন্দ।
এবারও ধর্মবিদ্বেষী মন্তব্য উঠলো আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে। খবর সংবাদ প্রতিদিনের।

এবার তিনি বললেন, কমবেশি আমরা সবাই হিন্দুদের বংশধর। হিন্দুত্বই জীবনের একমাত্র পথ। এটা অস্বীকার করার কোনও সুযোগ নেই। এরপরই তার সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা। তাদের প্রশ্ন মুখ্যমন্ত্রীর মতো এত বড় সাংবিধানিক পদে থেকেও হিমন্ত কিভাবে এমন মন্তব্য করলেন?

মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের পথ ধরে আসামেও শিগগিরই আসছে ‘লাভ জিহাদ’ আইন। সেই আইনের কথা বলতে গিয়েই আসামের মুখ্যমন্ত্রী বলেন, হিন্দুত্বই জীবনের একমাত্র পথ। আমি বা অন্য কেউ কিভাবে এটা রুখতে পারে। এটা যুগের পর যুগ ধরে চলে আসছে। আমরা সবাই হিন্দুদের উত্তরসূরি।

হিমন্ত বলেন, আজ থেকে ৫ হাজার বছর আগে হিন্দুত্ব শুরু হয়েছে। তাই এভাবে এটাকে আটকানো যায় না। এসময় তিনি দাবি করেন যে, লাভ জিহাদ আইনে নির্দিষ্ট কোনও ধর্মের মানুষকে টার্গেট করা হবে না। যেকোনো ধর্মের নারী প্রতারিত হলেই ব্যবস্থা নেবে সরকার। এক্ষেত্রে হিন্দু, মুসলিম কোনও বিভাজন করবে না তার সরকার।

কিন্তু তাতে ভরসা পাচ্ছে না বিরোধী শিবির। বিরোধী সর্ব ভারতীয় সংযুক্ত গণতান্ত্রিক মোর্চা বা এআইইউডিএফ-এর দাবি, মুখ্যমন্ত্রী যেভাবে হিন্দুত্বের কথা বলছেন তাতেই স্পষ্ট মুসলিমদের টার্গেট করতেই এই আইন আনছেন তিনি। এর আগে মুসলিমদের পরিকল্পনা নিয়ে বেফাঁস মন্তব্য করে এআইইউডিএফ-এর ক্ষোভের মুখে পড়েছিলেন হিমন্ত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে