রবিবার, ১৮ জুলাই, ২০২১, ১২:৫১:০২

উদ্ধার কাজ শুরু করে দিয়েছে পুলিশ, বের করা হচ্ছে একের পর এক লাশ

উদ্ধার কাজ শুরু করে দিয়েছে পুলিশ, বের করা হচ্ছে একের পর এক লাশ

হঠাৎ ভারী বর্ষণে ভারতের মুম্বাইয়ে দুইটি বাড়ি ধসে পড়েছে। এতে এখন পর্যন্ত ২৫ জন নিহতের খবর পাওয়া গেছে। ঘটনাটি গত শনিবার গভীর রাতে মুম্বাইয়ের চেম্বুর ও সুরিয়া নগরে ভারি বর্ষণে দুটি বাড়ি ভেঙে যায়। খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করে দিয়েছে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী।  এতে বের করা হচ্ছে একের পর এক লাশ।

ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ২৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। অনেকেই ধ্বংসস্তূপের নিচে এখনও আটকে রয়েছেন বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। 

ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু  জানিয়েছে, ভাসি নাকা এলাকার চেম্বুরে ভেঙে পড়া বাড়ির নিচ থেকে ১৭ জনের দেহ উদ্ধার করা হয়েছে। দুজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে বিক্রোলির সুরিয়া নগর এলাকায় তিন জনের মৃতদেহ পাওয়া গেছে। আরও দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও উদ্ধার কাজ চলছে বলেই জানিয়েছে পুলিশ।

শুক্রবার থেকেই প্রবল বৃষ্টি শুরু হয়েছে মুম্বাইয়ে। ইতোমধ্যেই চুনাভাট্টি, দাদার, গাঁধী মার্কেট, চেম্বুর, কুরলা, বোরিভলি প্রভৃতি এলাকা পানির নিচে। আরও পাঁচ দিন মুম্বাইয়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে