রবিবার, ১৫ আগস্ট, ২০২১, ১১:১৩:০৭

বিচ্ছিন্ন রাজধানী কাবুল, গভর্নরের ‘আত্মসমর্পণ’, জালালাবাদের পতন, পালিয়েছেন দোস্তাম ও নূর

বিচ্ছিন্ন রাজধানী কাবুল, গভর্নরের ‘আত্মসমর্পণ’, জালালাবাদের পতন, পালিয়েছেন দোস্তাম ও নূর

পারিপার্শ্বিক অবস্থা বলছে আফগানিস্তানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র। একের পর এক এলাকা এখন তালেবানদের হাতে চলে যাচ্ছে। এদিকে কোনো লড়াই ছাড়াই আফগানিস্তানের জালালাবাদ দখল করেছে তালেবানরা। সেখানে ‘তালেবানদের কাছে আত্মসমর্পণ করেছেন গভর্নর’। এ দাবি করেছেন একজন সরকারি কর্মকর্তা। 

রাজধানী কাবুলকে বিচ্ছিন্ন করে ফেলেছে ফেলেছে তালেবানরা। এ অবস্থায রাজধানী ছেড়ে পালাচ্ছেন সাধারণ মানুষ। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। জালালাবাদ পূর্বাঞ্চলীয় নাঙ্গারহার প্রদেশের রাজধানী। গুরুত্বপূর্ণ এই শহর আজ রোববার সকালে তালেবানদের নিয়ন্ত্রণে চলে যায়।

সন্ধ্যা ঘনিয়ে এলেই সাজগোজ করে বের হন বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণী
এর আগে উত্তরাঞ্চলীয় শহর মাজারে শরিফ দখল করে তালেবানরা। শুধু দখল করেই তারা চুপ করে থাকেনি। জালালাবাদে গভর্নরের অফিসে তারা অবস্থান নিয়েছে এমন ছবি প্রকাশ করেছে অনলাইনে। এই প্রদেশের পার্লামেন্ট সদস্য আবরারুল্লাহ মুরাদ বার্তা সংস্থা এপি’কে বলেছেন, প্রবীণরা জালালাবাদে সরকারের পতন নিয়ে সমঝোতা করার পর এর নিয়ন্ত্রণ চলে যায় তালেবানদের হাতে। 

এই শহরের আরেকজন আফগান কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, তালেবানদের কাছে আত্মসমর্পণ করেছেন গভর্নর। তাই সেখানে কোনোই সংঘর্ষ হয়নি। ওই কর্মকর্তা আরো বলেন, বেসামরিক জনগণের জীবন রক্ষার একমাত্র উপায় ছিল আপসে তালেবানদের কাছে ক্ষমতা ছেড়ে দেয়া।

জালালাবাদের অধিবাসী আহমেদ ওয়ালি বার্তা সংস্থা এএফপি’কে বলেছেন, ঘুম থেকে জেগেই তিনি দেখতে পান পুরো শহরে তালেবানের সাদা পতাকা। তারা কোনো লড়াই ছাড়াই এ শহরে প্রবেশ করেছে। এ শহরটির পতনের খবর নিশ্চিত করেছেন পশ্চিমা নিরাপত্তা বিষয়ক একজন কর্মকর্তা। আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে কানেকশন বা সংযুক্তি বজায় রাখে এমন সব সড়কের নিয়ন্ত্রণ তালেবানদের হাতে।
আল জাজিরা আরো লিখেছে, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিদেশি সেনাদের প্রত্যাহারের ঘোষণা আসে কিছুদিন আগে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে