রবিবার, ১৫ আগস্ট, ২০২১, ০২:৪৪:০৬

রাজধানী কাবুলে ঢুকে পড়ল তালিবানরা, কান্নাভেজা গলায় যা বললেন আফগান প্রেসিডেন্ট

রাজধানী কাবুলে ঢুকে পড়ল তালিবানরা, কান্নাভেজা গলায় যা বললেন আফগান প্রেসিডেন্ট

দ্রুত এগিয়ে আসেছে তালেবান যোদ্ধারা। একের পর এক এলাকা দখল করে নিচ্ছে তার। শেষ পর্যন্ত সব আশঙ্কার অবসান। কাবুলে (Kabul) প্রবেশ করল তালিবান (Taliban)। তবে আলোচনার মাধ্যমেই আফগান (Afghanistan) সরকারের থেকে ক্ষমতার হস্তান্তর চায় তারা। তালিবানের এক মুখপাত্র জানিয়েছে, জনবহুল কাবুলে তারা যুদ্ধ করতে চায় না। এদিকে আফগানের ঘানি সরকারের দাবি, কাবুল এখনও নিরাপদ। কিন্তু সেই দাবির সারবত্তা ক্রমশই ক্ষীণ হয়ে উঠছে। যে কোনও মুহূর্তেই কাবুল দখল করে নিতে পারে তালিবানরা।

গত কয়েকদিনেই পরিষ্কার হয়ে গিয়েছিল বিষয়টা। তালিবানের দখলদারির দাপটে শীঘ্রই যে কাবুলে উড়তে চলেছে তালেবানের পতাকা তা এররকম নিশ্চিতই হয়ে গিয়েছিল। দেশের স্বার্থে তালিবানকে ক্ষমতা ভাগাভাগি করে নেওয়ার প্রস্তাব দিয়েছিল আফগান সরকার। এই অবস্থায় দাঁড়িয়ে কার্যত অসহায় আফগানিস্তানের (Afghanistan) প্রশাসন। কান্নাভেজা গলায় দেশবাসীর উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রেসিডেন্ট আশরফ ঘানি (Ashraf Ghani)।

তিনি বলেন, ”দেশের প্রশাসনিক প্রধান হিসেবে আমার কাজ, দেশবাসীকে রক্ষা করা। দেশ এই মুহূর্তে গভীর সংকটের মধ্যে রয়েছে। আমি রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা করে সমাধানের পথ খুঁজছি। আন্তর্জাতিক মহলের সঙ্গেও যোগাযোগ রাখছি।” মাঝে তিনি আক্ষেপের সুরে এও জানান, গত ২০ বছরে যা যা ফিরে পাওয়া গিয়েছিল, তা সবই আবার হারিয়ে গেল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে