রবিবার, ১৫ আগস্ট, ২০২১, ০৩:৩৫:১৭

তালেবানরা জোর করে রাজধানী দখল করবে না

তালেবানরা জোর করে রাজধানী দখল করবে না

চারদিক থেকে তালেবান বিদ্রোহীরা রাজধানী শহর কাবুলে ঢোকা শুরু করেছে। আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এই তথ্য জানিয়েছেন। তবে কাবুলে প্রবেশ নিয়ে তালেবান একটি বিবৃতিতে দিয়েছে। এতে তালেবান যোদ্ধাদের কাবুলের গেট ক্রস না করার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে জোরপূর্বক কাবুল দখল না করতেও নির্দেশনা দেওয়া হয়েছে। খবর আলজাজিরার।

ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া যাতে নিরাপদ এবং নিশ্চিতভাবে হয় তার জন্য আলোচনা চলমান রয়েছে। কাবুলে প্রাণহানি এবং সম্পদের ক্ষতি এড়াতে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।   

এছাড়া তালেবানের আরেক বিবৃতিতে ব্যাংক, ব্যবসায়ী এবং অন্যান্য উদ্যোক্তাদের অর্থ, সম্পদ এবং প্রতিষ্ঠানের কোনো ক্ষতি না করতেও নির্দেশনা দেওয়া হয়েছে। তবে অনলাইনে এই নিশ্চয়তা দেওয়া সত্ত্বেও মানুষ ভয়ে কাবুল ছাড়তে শুরু করেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে