সোমবার, ১৬ আগস্ট, ২০২১, ১২:৩৩:০৯

অন্তর্বর্তীকালীন সরকার নয়, পূর্ণ ক্ষমতা চায় তালেবান

অন্তর্বর্তীকালীন সরকার নয়, পূর্ণ ক্ষমতা চায় তালেবান

ঘণ্টায় ঘণ্টায় নাটকীয় পরিবর্তন ঘটছে আফগানিস্তানে। তালেবানরা কাবুল ঘিরে ফেলার পর প্রথমে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে এমনটাই শোনা যাচ্ছিল। 

তবে এখন তাদের দাবি পূর্ণ ক্ষমতা। এরমধ্যেই দেশটির প্রেসিডেনশিয়াল প্যালেস দখলে নিয়েছে তালেবান। এছাড়া আফগান প্রেসিডেন্ট আশরাফ গণি পালিয়ে গেছেন পার্শ্ববর্তী দেশ তাজিকিস্তানে। রবিবার (১৫ আগস্ট) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

এদিকে আফগানিস্তানের পরিস্থিতি আলোচনার জন্য রাশিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি জরুরি বৈঠক ডাকার পরিকল্পনা করছে। পররাষ্ট্র বিষয়ে রুশ সংসদের একজন মুখপাত্র বলেছেন মানবিক বিপর্যয় রোধ করা এখন খুবই জরুরি। রবিবার (১৫ আগস্ট) এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। ইইউর একজন মুখপাত্র বিবিসিকে বলেছেন, আফগানিস্তানে মানবাধিকার লংঘন হচ্ছে কিনা এবং নারীর অধিকার মেনে চলা হচ্ছে কিনা তার ওপর নির্ভর করবে মানবিক সহায়তা অব্যাহত রাখা হবে কিনা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে