সোমবার, ১৬ আগস্ট, ২০২১, ০১:১৯:২২

নারী অধিকারকে সম্মান জানানো হবে: তালেবান

নারী অধিকারকে সম্মান জানানো হবে: তালেবান

কার্যত এখন পুরো আফগানিস্তান তালেবানদের দখলে। দেশটির প্রেসিডেন্ড আশরাফ গনি দেশ ছেড়ে পালিয়েছেন। এদিকে আফগানিস্তানকে নিজেদের কব্জায় নেওয়ার পর নারী অধিকারকে সম্মান জানানোর প্রতিশ্রুতি দিয়েছে তালেবান। একইসঙ্গে গণমাধ্যমের অধিকার সমুন্নত রাখার কথাও বলেছে তারা। 

রবিবার (১৫ আগস্ট) এক তালেবান মুখপাত্র এসব জানিয়েছে বলে উল্লেখ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, ঐ মুখপাত্র জানিয়েছেন, নারীদের ঘর থেকে একা বের হওয়ার অনুমতি দেওয়া হবে। তারা শিক্ষা এবং কর্মক্ষেত্রে প্রবেশ অব্যাহত রাখবে। গণমাধ্যমকে অবাধে সমালোচনা করার অনুমতি দেওয়া হবে কিন্তু চরিত্র হনন করা যাবে না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে