সোমবার, ১৬ আগস্ট, ২০২১, ০৫:০৯:২২

তালেবানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে ইচ্ছুক চীন

তালেবানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে ইচ্ছুক চীন

আন্তর্জাতিক ডেস্ক : চীন বলছে, আফগানিস্তানের নিয়ন্ত্রণ দখলের পর তালেবানদের সঙ্গে 'বন্ধুত্বপূর্ণ সম্পর্ক' গড়ে তুলতে ইচ্ছুক। আজ সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং সাংবাদিকদের বলেন, আফগান জনগণের স্বাধীনভাবে তাদের নিজস্ব গন্তব্য নির্ধারণের অধিকারকে সম্মান করে চীন। আফগানিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তুলতে ইচ্ছুক চীন।

এদিকে, আফগানিস্তানের রাজধানী কাবুল তালেবান দখলে নেওয়ার পর দেশ ছাড়তে বিমানবন্দরে জনসমুদ্রে পরিণত হয়েছে। সেখানে বিমানে ওঠার চেষ্টারত সাধারণ মানুষের চাপ সামলাতে হিমশিম খেয়ে ফাঁকা গুলি ছোড়ে মার্কিন সেনারা। সেখানে অন্তত পাঁচজন নিহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। সূত্র: আলজাজিরা। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে