মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১, ০১:৫৩:৫২

তালেবানের সব পোস্ট ও সমর্থনকারী মন্তব্য নিষিদ্ধ করল ফেসবুক

তালেবানের সব পোস্ট ও সমর্থনকারী মন্তব্য নিষিদ্ধ করল ফেসবুক

পুরো আফগানিস্তান এই মুহুর্তে তালেবানের দখলে। বর্তমান প্রেসিডেন্ড দেশ ছেড়ে পালিয়েছে। এদিকে তালেবানকে একটি সন্ত্রাসী সংস্থা মনে করে ফেসবুক। ফলে তাদের সব পোস্ট ও সমর্থনকারী মন্তব্য এই প্ল্যাটফর্মে নিষিদ্ধ করেছে ফেসবুক কর্তৃপক্ষ।

ফেসবুক জানিয়েছে, তারা আফগান বিশেষজ্ঞদের একটি দলকে দায়িত্ব দিয়েছে যারা এই সংক্রান্ত সব পোস্ট পর্যবেক্ষণ করবে এবং প্রয়োজনে প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেবে।

এই নীতি ইন্সটাগ্রাম ও হোয়াটসঅ্যাপের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলেও জানিয়েছে জানিয়েছে। জানা গেছে, যোগাযোগের জন্য তালেবান হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকে।

ফেসবুক জানিয়েছে, তারা যদি হোয়াটসঅ্যাপে তালেবানের সঙ্গে সংযুক্ত কোনও একাউন্ট দেখতে পায়, তাহলে তারা ব্যবস্থা নেবে। নিজেদের প্ল্যাটফর্মে তালেবান বিষয়ক তথ্যের বিষয়ে কোনও ব্যবস্থা না নেওয়ার কারণে সমালোচনার মুখে পড়েছে টুইটার ও ইউটিউবও। সূত্র: বিবিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে