মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১, ০২:০৬:৫১

তালেবান ইস্যুতে অবশেষে যা স্বীকার করে নিলেন বাইডেন

তালেবান ইস্যুতে অবশেষে যা স্বীকার করে নিলেন বাইডেন

সারাবিশ্বে এখন আলোচনার কেন্দ্র বিন্দু তালেবানদের আফগানিস্তান জয়। এদিকে তালেবানদের এই ব্যাপারটি নিয়ে কথা বলেছেন জো বাইডেন। 

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী প্রজন্মের পর প্রজন্ম ধরে আফগানিস্তানের গৃহযুদ্ধ সামলানোর জন্য পড়ে থাকতে পারে না। আফগানিস্তানে যা ঘটল, সেটা আফগান সামরিক এবং রাজনৈতিক শক্তির ব্যর্থতা। তবে তিনি স্বীকার করেছেন, ঘটনা যে এত দ্রুত এভাবে মোড় নেবে, তা ভাবা যায়নি। 

জো বাইডেন আরো বলেছেন, আমি জানি আমি সমালোচিত হবো। কিন্তু আমার মধ্য দিয়েই ব্যাপারটার ইতি হোক। পরের প্রেসিডেন্টকে যেন আর এই দায়ভার বইতে না হয়।

তিনি দাবি করেন, আল-কায়েদার বিরুদ্ধে লড়াই করতে গিয়েছিল যুক্তরাষ্ট্র। আফগানিস্তানের রাষ্ট্রব্যবস্থা গড়ে দিতে নয়। মানবাধিকারই কূটনীতির স্তম্ভ হওয়া উচিত, যুদ্ধ নয়। জাতিসংঘে মার্কিন দূত লিন্ডা গ্রিনফিল্ড টমাস বলেন, বিশ্বের উচিত আফগানিস্তান যেন ফের সন্ত্রাসের কেন্দ্র না হয়ে উঠতে পারে তা নিশ্চিত করা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে