মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১, ০৭:৫৪:৩৪

তালেবান নেতা মোল্লা বারাদারকে যে কথা বললেন হামাস প্রধান

তালেবান নেতা মোল্লা বারাদারকে যে কথা বললেন হামাস প্রধান

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের স্বাধীনতাকামী বিপ্লবী সংগঠন হামাস তালেবানকে অভিনন্দন জানিয়েছে। সোমবার তালেবান নেতা মোল্লা আবদুল ঘানি বারাদারের সঙ্গে এক ফোন কলে হামাস নেতা ইসমাইল হানিয়া এই অভিনন্দন জানান। আফগানিস্তানে মার্কিন দখলদারিত্ব শেষ হওয়ায় হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া তালেবানকে অভিনন্দন জানিয়েছেন। খরব আল-জাজিরার। 

অভিনন্দন বার্তায় ইসমাইল হানিয়া বলেন, আফগানিস্তানের যুক্তরাষ্ট্রের দখলদারিত্বের অবসান, সকল আধিপত্যবাদের সমাপ্তের পূর্বলক্ষণ। এর আগে রোববার রাতে আফগানিস্তানের প্রেসিডেন্ট তুর্কমেনিস্তানে পালিয়ে যান। এরপর আফগানিস্তানের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী তালেবান প্রেসিডেন্ট প্যালেসের নিয়ন্ত্রণ নেয়। তালেবান দেশটিতে সরকার গঠনের প্রক্রিয়ায় আছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে