বুধবার, ১৮ আগস্ট, ২০২১, ০৪:২০:১৩

তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে যা জানিয়ে দিল কানাডা

তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে যা জানিয়ে দিল কানাডা

সারা দুনিয়ায় এখন আলোচানার কেন্দ্রবিন্দু আফগানিস্তানের তালিবান। সবার চোখ কারা তালেবান সরকারকে স্বীকৃতি দিবে আর কারা দিবে না। এদিকে সৌদি সরকার জানিয়েছে, আফগানিস্তানের কূটনৈতিক মিশনগুলো থেকে তাদের কর্মী সরিয়ে নেয়ার কাজ চলছে। রিয়াদ বলছে, সৌদি সরকার আশা করে যত তাড়াতাড়ি সম্ভব আফগানিস্তানে স্থিতিশীলতা প্রতিষ্ঠা হবে। পাশাপাশি আফগান জনগণের প্রতি সমর্থনও ব্যক্ত করছে রিয়াদ। এছাড়া দেশটি ঘটনাবলীকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে সৌদি আরব

এদিকে কানাডা জানিয়েছে, তারা আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দেবে না। তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে নেয়ার পর এ কথা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

এ ব্যাপারে তিনি বলেন, আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দেয়ার কোনও পরিকল্পনা নেই। তারা নির্বাচিত সরকারকে শক্তি দিয়ে উৎখাত করে তাদের স্থলাভিষিক্ত হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে