বুধবার, ১৮ আগস্ট, ২০২১, ০৫:৩০:৩৩

নারী সাংবাদিকের যে প্রশ্ন শুনে হাসি চেপে রাখতে পারেননি তালেবান যোদ্ধারা

নারী সাংবাদিকের যে প্রশ্ন শুনে হাসি চেপে রাখতে পারেননি তালেবান যোদ্ধারা

তালেবান বাহিনী আফগানিস্তান নিয়ন্ত্রণ নেওয়ার পর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। মঙ্গলবার বেশ কয়েকজন আফগান সাংবাদিক নিজেদের টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করেছেন ওই ভিডিও। 

ভিডিওতে আফগানিস্তানে নারী রাজনীতিকদের ভবিষ্যত নিয়ে তালেবান যোদ্ধাদের প্রশ্ন করতে দেখা গেছে এক নারী সাংবাদিককে। 

‘ভাইস নিউজ’ নামে এক সংবাদমাধ্যম চলতি বছরের শুরুর দিকে তালেবানদের নিয়ে একটি তথ্যচিত্র তৈরি করেছিল। এই ভিডিওটি সেই তথ্যচিত্রেরই একটি অংশ বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।  

ভিডিওতে দেখা যাচ্ছে, হিন্দ হাসান নামের এক সাংবাদিক বোরকা পরে বেশ কয়েকজন তালেবান যোদ্ধার সাক্ষাৎকার নিচ্ছেন। সেখানে তালেবান যোদ্ধারা বলছেন, খুব শিগগির আফগানিস্তান তালেবান প্রেসিডেন্ট পাবে। নারীদের অধিকার নিয়ে প্রশ্নেরও ইতিবাচক উত্তর দিয়েছেন ওই যোদ্ধারা। 

এরপরই হিন্দ প্রশ্ন করেন, আফগান নাগরিকরা নারী রাজনীতিকদেরও ভোট দিতে পারবে কি?

এই প্রশ্ন শুনে হাসি চেপে রাখতে পারেননি ওই তালেবান যোদ্ধারা। উচ্চস্বরে হাসতে থাকেন তারা। তারপর ওই নারী সাংবাদিককে ভিডিও করা বন্ধ করতে বলেন। এবং তার পর বন্ধ করে দেওয়া হয় ক্যামেরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে