বুধবার, ১৮ আগস্ট, ২০২১, ১০:০১:৫৬

আতঙ্ক ছড়িয়ে পড়ে কলকাতা বিমানবন্দরে

আতঙ্ক ছড়িয়ে পড়ে কলকাতা বিমানবন্দরে

অনেকটা লড়াই ছাড়াই পুরো আফগানিস্তান এখন তালেবানের দখলে। আমেরিকানদের ধারণা ছিল, কাবুল দখল করতে তালেবানদের মোটামোটি অনেকদিন লেগে যাবে। তবে সব কিছুকে মিথ্যা প্রমাণিত করে এখন সারা আফগানিস্তানই তাদের কব্জায়।

এদিকে আফগানিস্তান তালিবানদের দখলে যেতেই ফিরল বিমান ‘হাইজ্যাক’-এর প্রবল আশঙ্কা। আর তা উসকে উঠল বুধবার সন্ধেবেলা, কলকাতা বিমানবন্দরে আসা একটি ফোনে। দমদম বিমানবন্দর সূত্রে খবর,  সন্ধে সাতটা নাগাদ ফোন আসে এয়ার ইন্ডিয়ার অফিসে। 

নিজেকে প্রশান্ত বিশ্বাস বলে পরিচয় দিয়ে একজন ফোন করেন। তিনি বিমান অপহরণের হুমকি দেন বলে বিমানবন্দর সূত্রে খবর। আর এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে, এরপরই তড়িঘড়ি বাড়ানো হয় বিমানবন্দরের নিরাপত্তা। জোরদার তল্লাশি শুরু হয়। এই মুহূর্তে এয়ার ইন্ডিয়ার সব কটি বিমানে পুলিশ কুকুর, CISF-কে দিয়ে তল্লাশি চালানো হয়। -সংবাদ প্রতিদিন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে