বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১, ০৪:৩৪:২৮

ভারতে পণ্য আসার পথ বন্ধ করে দিল তালেবানরা!

ভারতে পণ্য আসার পথ বন্ধ করে দিল তালেবানরা!

কাবুল সহ গোটা আফগানিস্তান এখন তালেবানের দখলে। এমন পরিস্থিতিতে ক্ষমতাও তালেবানের দোয়ারে। আর সেই প্রভাব পড়তে শুরু হয়েছে আফগানিস্তান ও ভারতের আমদানী-রফতানি বাণিজ্যের উপরও। একথা জানিয়ছেন ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের ডিরেক্টর জেনারেল অজয় সহায়। খবর-আনন্দবাজার।

আমদানি-রফতানি নিয়ে অজয় জানিয়েছেন, পাকিস্তানের যে পথ ধরে পণ্য পরিবহণ হত তা বন্ধ করে দিয়েছে তালিবান। ওই পথ ধরেই আফগানিস্তান থেকে ভারতে পণ্য আসত। যা গত কয়েক দিন ধরে বন্ধ রয়েছে। দু’দেশের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে অজয় বলেছেন, ‘বাণিজ্য এবং বিনিয়োগের ব্যাপারে দু’দেশের সম্পর্ক দীর্ঘ দিনের। এ ব্যাপারে আমরা আফগানিস্তানের সবথেকে বড় সহযোগী। ২০২১ সালে সে দেশে আমাদের রফতানির অঙ্ক ছিল ৮৩.৫ কোটি ডলার। ৫১ কোটি ডলারের পণ্য আমরা আমদানি করেছি সে দেশ থেকে।’

এ ছাড়াও ভারত আফগানিস্তানে ৩০০ কোটি ডলার বিনিয়োগ করেছে বলেও জানিয়েছেন তিনি। ভারতের সঙ্গে আফগানিস্তানের সুসম্পর্কের বিষয়টি উঠে এসেছিল অজয়ের কথায়। চিনি, ওষুধ, পোশাক, চা, কফি, মশলা, ট্রান্সমিটার টাওয়ারের মতো জিনিস বর্তমানে আফগানিস্তানে রফতানি করে ভারত। শুকনো ফলের ব্যাপারে আফগানিস্তানের উপর অনেকটাই নির্ভরশীল ভারত।

যদিও এই পরিস্থিতি কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন অজয়। এ ব্যাপারে তিনি বলেছেন, ‘‘আমি নিশ্চিত আফিগানিস্তান একটা সময় পর অনুভব করবে এগিয়ে যাওয়ার একমাত্র পথ অর্থনৈতিক উন্নতি। ব্যবসার মাধ্যমেই যা সম্ভব।’’ আমদানি-রফতানির সিংহভাগ বন্ধ হলেও দুবাই হয়ে কিছু পণ্য চলাচল করছে বলে জানিয়েছেন তিনি।

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে