রবিবার, ২২ আগস্ট, ২০২১, ১১:৩৬:৩১

পাকিস্তান চায় আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার অংশীদার হতে : শাহ মাহমুদ কুরেশি

পাকিস্তান চায় আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার অংশীদার হতে : শাহ মাহমুদ কুরেশি

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি বলেছেন, পাকিস্তান চায় আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীল পরিবেশ প্রতিষ্ঠিত হোক। শনিবার কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার সাথে এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি।

সাক্ষাৎকারে তিনি বলেন, পাশ্চত্যের 'সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের' ভুক্তভোগী হলেও এবং আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের আগ্রাসন ও প্রস্থানের বিষয়ে অজ্ঞাত থাকলেও পাকিস্তান চায় আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার অংশীদার হতে।

শাহ মাহমুদ কুরেশি বলেন, 'পাকিস্তান সকলের সমন্বয় চায়। শুধু তালেবানের সাথেই নয়, বরং পুরো আফগান নেতৃত্বের সাথেই যুক্ত আছে পাকিস্তান।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে