 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
বাবরি মসজিদ ভাঙার সময়কার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কল্যাণ সিং (৮৯) শনিবার চিকিৎসাধীন লাখনৌয়ের একটি হাসপাতালে মারা গেছেন। দীর্ঘ দিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। ভর্তিও ছিলেন হাসপাতালে। দিল্লির সঞ্জয় গান্ধী হাসপাতালে গত জুলাই মাস থেকেই ভর্তি ছিলেন বিজেপির এ বর্ষীয়ান নেতা।
সেখানে চিকিৎসকদের একটি প্যানেল তৈরি করে চিকিৎসা চলছিল তার। বাবরি মসজিদ ভাঙার সময়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন কল্যাণ সিং। মসজিদ ভাঙার পরেই তিনি পদত্যাগ করেছিলেন। দ্বিতীয় বার মুখ্যমন্ত্রী হন ১৯৯৭ সালে। ১৯৯৯ সালে বিজেপি তাকে সরিয়ে দিলে বিজেপি ছেড়ে তিনি নিজের একটি দল তৈরি করেন।
২০০৪ সালে তিনি ফের বিজেপিতে যোগ দেন। ২০০৪ সালে এমপিও নির্বাচিত হন। ২০০৯ সালে আবার বিজেপি ছাড়েন। ২০১৪ সালে আবারও বিজেপিতে যোগ দেন। পরে রাজস্থানের রাজ্যপাল হন কল্যাণ সিং।
২০১৯ সালে তিনি আবার রাজনীতিতে ফেরেন। বাবরি মসজিদ ধ্বংস মামলায় তার নাম জড়ালেও সিবিআইয়ের বিশেষ আদালত কল্যাণকে নির্দোষ ঘোষণা করে।