রবিবার, ২২ আগস্ট, ২০২১, ০৭:৩৩:৩৯

আবারো বৃষ্টির মতো গুলি শুরু তালেবানের, এখন পর্যন্ত ৭ জনের মৃত্যু

আবারো বৃষ্টির মতো গুলি শুরু তালেবানের, এখন পর্যন্ত ৭ জনের মৃত্যু

আবারো কাবুল বিমানবন্দরে বিমান ধরতে যাওয়া যাত্রীদের লক্ষ্য করে বৃষ্টির মতো গুলি শুরু তালিবানের। হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু অন্তত সাত জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। তালিবান কর্তৃপক্ষ অবশ্য এ নিয়ে কোনও মন্তব্য করেননি। এই নিয়ে গত এক সপ্তাহে কাবুল বিমানবন্দর চত্বরে ২০ জনের মৃত্যু হয়েছে বলে নেটো সূত্রে খবর।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, রবিবার বিমান ধরার জন্য হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে জড়ো হয়েছিলেন বহু মানুষ। উদ্দেশ্য, তালিবানি শাসনের থাবা এড়িয়ে দেশত্যাগ। কিন্তু সেই সময় জনতাকে লক্ষ্য করে গু'লিবৃষ্টি শুরু করে তালিবান। এর জেরে বিমানবন্দরে বিমান ধরতে আসা মানুষের মধ্যে ব্যাপক আত'ঙ্ক ছড়ায়। হুড়োহুড়ি পড়ে যায়। তালিবানি গু'লির হাত থেকে পালাতে গিয়ে অন্তত সাত জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

এই প্রথম নয়, ১৫ অগস্ট কাবুল দখলের পর থেকে বিমানবন্দরে একাধিকবার গু'লি চালানোর ঘটনা ঘটেছে। অভিযোগ, অধিকাংশ ক্ষেত্রে গু'লি চালিয়েছে তালিবান। রবিবার ফের গু'লি চালানোর ঘটনা ঘটল। মৃ'ত সাত জন কি পদপিষ্ট হয়ে মা'রা গিয়েছেন নাকি গু'লিবি'দ্ধ হয়ে, তা এখনও স্পষ্ট নয়।সূত্র: আনন্দবাজার

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে