বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১, ০৫:৫২:৩৭

প্রতিশ্রুতি ভঙ্গ করেছে তালেবান, পরিস্থিতি ভয়ানক: ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী

প্রতিশ্রুতি ভঙ্গ করেছে তালেবান, পরিস্থিতি ভয়ানক: ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী

তালেবান তাদের প্রতিশ্রুত কথা রাখেনি তাই আফগানিস্তানের পরিস্থিতি ভয়ানক বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। তিনি বলেন, প্রতিশ্রুতি ভঙ্গ করেছে তালেবান। দোহা বৈঠকে যে কথা তারা দিয়েছিল, তা রাখেনি। পরিস্থিতি ভয়ানক। 

বৃহস্পতিবার ভারতের নরেন্দ্র মোদির সরকারের ডাকা সর্বদল বৈঠকে এসব কথা বলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, আফগানিস্তানের পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। ভারতীয়দের ফেরাতে যেকোনও সাহায্য করবে নয়াদিল্লি। 

জয়শঙ্কর আরও জানান, অন্তত ১৫ হাজার মানুষ আফগানিস্তান ছাড়ার ইচ্ছাপ্রকাশ করে সরকারের সঙ্গে যোগাযোগ করেছিলেন।

বৈঠকের শুরুতেই দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশনানুযায়ী বিরোধী নেতৃত্বের সামনে সামগ্রিক পরিস্থিতি বর্ণনা করেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে