শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১, ০১:১৩:৪৪

কাবুল বিমানবন্দরের বাইরে গোলাগু'লি, মার্কিন সেনাসহ নিহত অন্তত ৬০

কাবুল বিমানবন্দরের বাইরে গোলাগু'লি, মার্কিন সেনাসহ নিহত অন্তত ৬০

কাবুল বিমানবন্দরের  বাইরে গোলাগু'লি ও একাধিক বি'স্ফো'রণ হয়েছে। এতে কমপক্ষে ৬০ জন নিহত হয়েছে বলে বিবিসিকে জানিয়েছেন একজন স্বাস্থ্য কর্মকর্তা। মার্কিন সেনাবাহিনী এরইমধ্যে এ হামলার খবর নিশ্চিত করে জানিয়েছে, নিহতের মধ্যে একাধিক মার্কিন সেনা সদস্যও রয়েছে। 

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে কাবুল বিমানবন্দরের বাইরে দুটি বো'মা হা'মলা হয়েছে। আফগান সাংবাদিক বিলাল সারওয়ে জানিয়েছেন, ওই হা'মলায় দুইজন স'ন্ত্রা'সী অংশ নিয়েছিল। এরমধ্যে একজন আ'ত্মঘা'তি বো'মা হা'মলা করে এবং অন্যজন গু'লি ছু'ড়তে শুরু করে। বিমানবন্দরের বাইরে যেখানে ভিসার কাজ চলছিল সেখানে ওই হা'মলা চা'লানো হয়। ঘটনায় আহ'ত হয়েছে প্রায় ১৫০ জন।

বৃহস্পতিবার যখন হাজার হাজার মানুষকে আফগানিস্তান থেকে উ'দ্ধার করছিল মার্কিন বিমানগুলো তখনই এই বি'স্ফো'রণ ঘটে।

পেন্টাগনের মুখপাত্র প্রথম বিবৃতিতে বলেন, আমরা নিশ্চিত করছি যে কাবুল বিমানবন্দরের বাইরে বি'স্ফো'রণ হয়েছে। হ'তাহ'তের সংখ্যা এখনও জানা যায়নি। আমরা জানা মাত্রই বিস্তারিত প্রকা'শ করবো। এর কিছুক্ষন পরেই তিনি জানান, হ'তাহ'তের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে কতজন মারা গেছেন তা এখনও অস্পষ্ট। উল্লেখ্য, এই ঘটনার আগেই মার্কিন কর্মকর্তারা জানিয়েছিলেন যে, কাবুল বিমানবন্দরে আ'ত্মঘা'তী বো'মা হা'মলা হতে পারে এমন গোয়ে'ন্দা ত'থ্য পেয়েছেন তারা।

এদিকে বৃটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, তারা কাবুল বিমানবন্দরের কাছে হওয়া ওই বি'স্ফো'রণের বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা করছে। সেখানে কী হয়েছে এবং কেমন ক্ষয়ক্ষতি হয়েছে তা জানতে কাজ চালিয়ে যাচ্ছে বৃটেন। টুইটারে প্রকাশিত ওই বিবৃতিতে আরো বলা হয়, আমাদের সর্বোচ্চ উ'দ্বে'গ হচ্ছে বৃটিশ নাগরিক, সেনা সদস্য ও আফগান নাগরিকদের নিরাপত্তা। এগুলো নিশ্চিতে আমরা মার্কিন ও ন্যাটো জোটের মিত্রদের সঙ্গে কাজ করে যাচ্ছি।

ওই বি'স্ফো'রণের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ছবি ছড়িয়ে পরে। এতে দেখা যায় র'ক্তা'ক্ত একাধিক মানুষকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে। এটিকেই বলা হচ্ছে তালেবান দেশটির ক্ষমতা দখল করার পর প্রথম এ ধরণের কোনো বি'স্ফো'রণ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে