সোমবার, ৩০ আগস্ট, ২০২১, ০৬:০২:২৫

এবার সরাসরি টেলিভিশন চ্যানেলে ঢুকে সঞ্চালকের পিঠে বন্দুক ঠেকিয়ে যে খবর পড়তে বাধ্য করল তালেবান

  এবার সরাসরি টেলিভিশন চ্যানেলে ঢুকে সঞ্চালকের পিঠে বন্দুক ঠেকিয়ে যে খবর পড়তে বাধ্য করল তালেবান

কাবুল সহ পুরো আফগানিস্তান এখন তালেবানের নির্দেশেই চলছে। তারা কথা দিয়েছিল মিডিয়ায় কোন রকম হস্তক্ষেপ করবে না। তবে কয়েকদিন যেতে না যেতেই এবার টেলিভিশনের সঞ্চালককে গান পয়েন্টে রেখে নিজেদের স্তূতিমূলক খবর পাঠ করাল তালেবানরা। দৃঢ়কণ্ঠে সঞ্চালককেও দেশবাসীর উদ্দেশে বলতে হল – তালিবানকে ভয় পাবেন না। কাবুলের এক নিউজ চ্যানেলের অফিসে ঢুকে তালেবানের এই দাপটের ভিডিও নিমেষে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যতই প্রশস্তিবাক্য থাকুক, ভিডিও দেখেই শিউড়ে উঠছেন আফগানরা।

আফগানিস্তানের ক্ষমতার মসনদে বসার পর তালিবান কথা দিয়েছিল, সংবাদমাধ্যমের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে। কিন্তু অন্যান্য নানা প্রতিশ্রুতির মতো এটাও বাস্তবায়িত করেনি। বরং উলটোপথে হেঁটে বিভিন্ন জায়গায় সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটিয়েছে। হুমকি, হামলার পর এবার সরাসরি নিউজ চ্যানেলের অফিসে ঢুকে নিজেদের ভয়াবহ রূপ তুলে ধরল তালেবান বাহিনী। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, বন্দুক নিয়ে স্টুডিওয় ঢুকে পড়েছে তালিবান। তারপর সঞ্চালকের চেয়ারের পিছনে দাঁড়িয়ে তাঁর মাথায় বন্দুক তাক করে খবর পড়াচ্ছে। তাদের নির্দেশ – দেশবাসীকে বলতে হবে যে তালিবানকে ভয় পাওয়ার কিছু নেই।

কিন্তু দেশবাসীকে কী আশ্বস্ত করবেন, তখন বন্দুকধারীদের দেখে স্যুট-টাই পরিহিত সঞ্চালক নিজেই শীতাতপ নিয়ন্ত্রিত স্টুডিওয় বসে ঘামছেন প্রায়। তবু প্রাণের বড় টান। তাই গান পয়েন্টে বসে তিনি অকম্পিত কণ্ঠেই সেই বার্তা পৌঁছে দিলেন দেশবাসীর কাছে। এই ভিডিও ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই উঠেছে হাজারও প্রশ্ন। এই কি তবে তালিবান বর্ণিত সংবাদমাধ্যমের স্বাধীনতা? যদি সংবাদমাধ্যমকে কাজ করতে এতটাই ছাড় দেওয়া হয়, তবে কেন সঞ্চালকের মাথায় বন্দুক ঠেকিয়ে খবর পড়াতে হল? কেনই বা বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছেন সাংবাদিকরা। দিন কয়েক আগেই টোলো নিউজের এক সাংবাদিক এবং তাঁর চিত্র সাংবাদিকের উপর হামলা চালায় তালেবানরা। সূত্র: সংবাদ প্রতিদিন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে