বুধবার, ০১ সেপ্টেম্বর, ২০২১, ০৪:০৭:০৩

৩৫০ তালিবানকে হত্যা, ৪০ জনকে বন্দি, মার্কিন অস্ত্রশস্ত্র ও যানবাহন দখল

৩৫০ তালিবানকে হত্যা, ৪০ জনকে বন্দি,  মার্কিন অস্ত্রশস্ত্র ও যানবাহন দখল

এই মুহুর্তে বেশ অস্বস্তিতে আছে আফগানিস্তানের তালেবানরা। প্রায় পুরো দেশ নিজেদের দখলে আনতে পারলেও পঞ্জশি এখনও কব্জার বাহিরে। স্বাধীন পঞ্জশির যেন তাদের কলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। এদিকে মঙ্গলবার রাতে খাভাকে নর্দার্ন অ্যালায়েন্সের সঙ্গে লড়াইয়ে মৃত্যু হয়েছে ৩৫০ জন তালিবানের । সেই সঙ্গে ৪০ জন জেহাদিকেও বন্দি করেছে তারা। বুধবার এক টুইটে এমনই দাবি করল মাসুদ বাহিনী।

মার্কিন সেনা সরতে শুরু করার পরই দ্রুত আফগানিস্তান দখল করে তালিবান। কিন্তু মসনদে বসেও তাদের অধরা রয়ে গিয়েছে পঞ্জশির। দুর্গম এই পাহাড়ি উপত্যকা এখনও বশ্যতা স্বীকার করেনি তালিবানের কাছে। আহমেদ মাসুদের নেতৃত্বে লাগাতার লড়াই যাচ্ছে তারা। তালিবান জঙ্গিদের সঙ্গে তাদের সংঘর্ষে ফের একবার পর্যদুস্ত জেহাদিরা। অন্তত তেমনটাই দাবি নর্দান অ্যালায়েন্সের।

বুধবার সকালে করা এক টুইটে খাভাকের কমান্ডার মুনিব আমিরি জানিয়ে দেন, গতকাল রাতে তারা ৩৫০ তালিবানকে খতম করেছেন। সেই সঙ্গে ৪০ জনকে বন্দিও করেছেন। এর পাশাপাশি বেশ কিছু মার্কিন অস্ত্রশস্ত্র ও যানবাহনও তাঁরা দখল করেছেন বলে দাবি আমিরির। 

সোমবার রাতে মার্কিন সেনার শেষ বিমান কাবুল ছাড়ে। এরপরই পঞ্জশিরে হামলা চালিয়েছিল তালিবান। তখনও তাদের বেশ কয়েকজন যোদ্ধার মৃত্যু হয়েছিল বলে দাবি নর্দান অ্যালায়েন্সের। তথ্য সূত্র: সংবাদ প্রতিদিন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে