আমেরিকান সৈন্যরা চলে যেতে না যেতেই পুরো আফগানিস্তান এখন তালেবানের দখলে। আগেই আঁচ করতে পেরে প্রেসিডেন্ড আফগান গনি দেশ ছেড়ে পালিয়েছেন। তবে আফগানিস্তান তালেবানের কব্জায় আসার পর সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি।
ইতিমধ্যে কাবুল বিমান বন্দরে আত্মঘাতী বোমা হামলা হয়েছে যার দায় আইএস স্বীকার করেছে। এমন পরিস্থিতিতে আফগানিস্তান থেকে সন্ত্রাস দমনে আন্তর্জাতিক সহায়তার কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছে তালেবান। মার্কিন নেতৃত্বের বহুজাতিক বাহিনীর আফগানিস্তান থেকে প্রত্যাহার প্রক্রিয়ার মধ্যে কাবুলে পরপর তিন দফা সন্ত্রাসী হামলার জেরে যুক্তরাষ্ট্রের সহযোগিতার প্রস্তাবে এই প্রতিক্রিয়া জানালো তালেবান।
শুক্রবার তালেবানের কালচারাল কমিশনের সদস্য আনামুল্লাহ সামানগানির উদ্ধৃতি করে আফগান সংবাদমাধ্যম তোলো নিউজের খবরে বলা হয়, আফগানিস্তানে আইএসসহ উগ্রবাদী সংগঠনগুলোর তৎপরতা বন্ধে যুক্তরাষ্ট্রের সহযোগিতার প্রস্তাবকে ফিরিয়ে দিয়েছে তালেবান।
আনামুল্লাহ সামানগানি বলেন, ‘আমরা নিজেরাই দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণ প্রস্তুত।’ তিনি বলেন, ‘এই বিষয়ে যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশের সহযোগিতা আমাদের প্রয়োজন নেই।’ তথ্য সূত্র : তোলো নিউজ