রবিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২১, ০৪:২৯:৫৪

মুসলমান হিসেবে আমাদের কাশ্মীরের মুসলমানদের নিয়ে কথা বলার অধিকার আছে : তালেবান

মুসলমান হিসেবে আমাদের কাশ্মীরের মুসলমানদের নিয়ে কথা বলার অধিকার আছে : তালেবান

আন্তর্জাতিক ডেস্ক : ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের মুসলমানদের জন্যে 'কথা বলার' আগ্রহ প্রকাশ করেছে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়া তালেবান। গতকাল শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি'র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, তালেবানের এক মুখপাত্র সুহাইল শাহীন বিবিসি হিন্দি সার্ভিসকে বলেছেন, 'মুসলমান হিসেবে আমাদের কাশ্মীর, ভারত ও অন্য দেশের মুসলমানদের নিয়ে কথা বলার অধিকার আছে।' আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর কাশ্মীর বিষয়ে তালেবানের পক্ষ থেকে এই প্রথম মন্তব্য করা হলো বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সম্প্রতি সিএনএন-নিউজ১৮-কে এক সাক্ষাৎকারে তালেবান নেতা আনাস হাক্কানি বলেছিলেন, 'কাশ্মীর আমাদের আলোচনার বিষয় নয় এবং সেখানে হস্তক্ষেপ করা আমাদের নীতিবিরুদ্ধ।' পাকিস্তান-ভিত্তিক এক টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ আলোচনার মাধ্যমে ভারত ও পাকিস্তানকে কাশ্মীর সমস্যার সমাধান করতে বলেছিলেন।

তবে সুহাইল শাহীন বিবিসিকে বলেছেন, অন্য কোনো দেশে সশস্ত্র সংগ্রাম চালানোর বিষয়ে তালেবানের কোনো 'নীতি ছিল না'। তার এই মন্তব্য এমন সময় এলো যখন তালেবান-নিয়ন্ত্রিত আফগানিস্তানের হিন্দু ও শিখ সংখ্যালঘুদের নিয়ে ভারত উদ্বেগ প্রকাশ করেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে