শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৫৯:৪১

মার্কিন সেনা প্র'ত্যাহারের পর এই প্রথম আফগানিস্তানে ভ'য়াব'হ শ'ক্তিশা'লী বি'স্ফো'রণ

 মার্কিন সেনা প্র'ত্যাহারের পর এই প্রথম আফগানিস্তানে ভ'য়াব'হ শ'ক্তিশা'লী বি'স্ফো'রণ

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় জালালাবাদে শনিবার অন্তত তিনটি শ'ক্তি'শালী বি'স্ফো'রণের ঘ'টনা ঘ'টেছে। তালেবানের ব'রাত দিয়ে একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতি'বে'দনে এ খবর জানা গেছে। 

৩১ আগস্ট আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্র'ত্যা'হারের পর এই প্রথম সেখানে ভ'য়া'ব'হ বি'স্ফো'রণে ঘ'টনা ঘ'টল বলে ওই প্রতি'বে'দনে বলা হয়েছে।

নাম প্রকাশ না করার শ'র্তে এক তালেবান সদস্য জানান, বি'স্ফো'র'ণে শেষ খবর পাওয়া পর্যন্ত আমরা দুইজন নিহ'ত ও অন্তত ২০ জন আহ'ত হওয়ার খবর পেয়েছি। ট'হ'ল গাড়িকে ল'ক্ষ্য করে হা'ম'লাগুলো চা'লা'নো হয়েছিল বলে জানিয়েছেন তিনি।

আহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, বি'স্ফো'রণের কারণ ও ক্ষ'য়ক্ষ'তি নির্ধারণে তদ'ন্ত চলছে।

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে