বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১, ০৫:০৮:৩৫

আফগানিস্তানে রক্তাক্ত সংঘাত, বিস্ফোরণে ৮ তালেবান যোদ্ধার মৃত্যু!

আফগানিস্তানে রক্তাক্ত সংঘাত, বিস্ফোরণে ৮ তালেবান যোদ্ধার মৃত্যু!

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে তালেবান ও ইসলামিক স্টেট (খোরাসান)-এর (ISIS-K) মধ্যে রক্তাক্ত সংঘাতের আবহ তৈরি হয়ে গিয়েছিল কয়েক দিন আগেই। গত শনিবার ও রবিবার নানগরহার প্রদেশে বিস্ফোরণ ঘটায় আইএস। হামলায় মৃত্যু হয় ৩ তালিব যোদ্ধার। বুধবার ফের হামলার সাক্ষী হল আফগানভূমি। 

জালালাবাদের ৭ নম্বর জেলায় এদিন সকালে তালিব যোদ্ধাদের গাড়িতে হামলায় মৃত্যু হয় ৫ জনের। এই হামলাতেও ইসলামিক স্টেটের দিকেই সন্দেহে তীর। এর আগে ইসলামিক স্টেটের সঙ্গে তাদের সংঘাতের বিষয়টিকে উড়িয়ে দিতে দেখা গিয়েছে তালেবানকে। বিশ্লেষকদের মতে, আফগানিস্তানে ক্রমে শিকড় মজবুত করছে সুন্নি জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (খোরাসান) এবং ভবিষ্যতে তা তালেবানের মাথাব্যথার প্রধান কারণ হয়ে উঠতে চলেছে।

সম্প্রতি আফগান সংবাদমাধ্যম তলো নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আফগান সংস্কৃতি এবং তথ্য মন্ত্রনালয়ের ডেপুটি মিনিস্টার জাবিউল্লা মুজাহিদ বলে, “দায়েশ (ইসলামিক স্টেটের আরও একটি নাম) তেমন ভয়ের কারণ নয়। মানুষ তাদের ঘৃণা করে। দায়েশকে কেউ সমর্থন করে না। অতীতেও আমরা সাফল্যের সঙ্গে ওই সংগঠনের বিরুদ্ধে লড়াই করেছি। কীভাবে তাদের জারিজুড়ি ভেঙে দিতে হবে তা আমরা জানি।”

তালিবান ও আইএস দুটোই সুন্নি কট্টরপন্তী সংগঠন। তবে ইসলামের ব্যাখ্যা ও মতবাদ নিয়ে দুই দলের মধ্যে বিবাদ তুঙ্গে। আইএসের দাবি, তালেবান আমেরিকার ‘মোল্লা ব্র্যাডলি’ প্রকল্পের অঙ্গ। ওই মৌলবাদীদের মতে, ওই প্রকল্পে জেহাদি সংগঠনের একাংশকে নিজেদের দিকে টেনে সেগুলিকে দুর্বল করে দেয় আমেরিকা। বিশেষত, ২০১৫ সালে আফগানিস্তানের নানগরহার প্রদেশে আইএসের খোরাসান শাখা তৈরি হওয়ার পরেই বিরোধ বাড়ে। দফায় দফায় সংঘর্ষ হয় দু’পক্ষের নানা গোষ্ঠীর।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে