সোমবার, ১১ অক্টোবর, ২০২১, ০৬:০৬:৫৬

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সুদানের ওপর চাপ সৃষ্টি

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সুদানের ওপর চাপ সৃষ্টি

আন্তর্জাতিক ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক স্বাভাবিক করার জন্য সুদানের ওপর চাপ সৃষ্টি করেছে আমেরিকা। ইসরাইলের সরকারনিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল ‘ক্যান’ রোববার এক প্রতিবেদন এ তথ্য দিয়েছে। খবরে বলা হয়েছে, ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার শর্তে আমেরিকা সুদানে অর্থ বিনিয়োগ করেছিল; কিন্তু সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে কোনো উন্নতি পরিলক্ষিত হয়নি। 

এ প্রেক্ষাপটে এক বছর পরে এসে টাকা ফেরত চেয়ে আমেরিকা সুদানের ওপর চাপ সৃষ্টি করেছে। তবে আমেরিকা সুদানে কী ধরনের বিনিয়োগ করেছে; অথবা ওয়াশিংটনের পক্ষ থেকে খার্তুমের ওপর কী ধরনের চাপ সৃষ্টি করা হয়েছে, সে সম্পর্কে টেলিভিশন চ্যানেলের খবর বিস্তারিত কিছু বলা হয়নি। খবরে আরও বলা হয়েছে, ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে সুদানের সাধারণ জনগণ এবং সামরিক প্রশাসনের মধ্যে মতবিরোধ রয়েছে।

গত বছরের অক্টোবর মাসে মার্কিন মধ্যস্থতায় ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং সুদান সম্পর্ক স্বাভাবিক করার চুক্তিতে সই করে। এরপর গত এপ্রিল মাসে সুদানের মন্ত্রিসভা ইসরাইলকে বয়কট করার আইন বাতিল করে। তবে ইসরাইলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি সুদানের সংসদে পাস হতে হবে কিন্তু এখনও তা সংসদে তোলা হয়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে