মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০১৬, ০৫:১০:৩২

পাঠানকোটে হামলার বিষয়ে যা বললেন পারভেজ মোশাররফ

পাঠানকোটে হামলার বিষয়ে যা বললেন পারভেজ মোশাররফ

আন্তর্জাতিক ডেস্ক : পাঠানকোট নিয়ে ‘অতিরিক্ত প্রতিক্রিয়া’ দেখানো উচিত নয় ভারতের৷ কারণ, ভারত-পাকিস্তান উভয় দেশই ভয়াবহ সন্ত্রাসের শিকার৷ পাঠানকোট ইস্যুতে এমনই মন্তব্য করলেন পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত জেনারেল পারভেজ মোশাররফ৷ সেইসঙ্গে সন্ত্রাস ইস্যুতে নয়াদিল্লি ইসলামাবাদের উপর ক্রমাগত চাপ সৃষ্টি করছে বলেও অভিযোগ তোলেন তিনি৷

পাকিস্তানের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মোশাররফ বলেন, ভারত-পাকিস্তান উভয় দেশেই জঙ্গিরা সক্রিয় রয়েছে৷ তাই পাঠানকোটের মতো ঘটনা ঘটতেই থাকবে৷ তার কথায়, ‘আমরাও ভুক্তভোগী৷ পাঠানকোট নিয়ে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখানোর কোনও অর্থ নেই৷ তবে হ্যাঁ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে৷’ তিনি আরো বলেন, ‘যে কোনও জঙ্গি হামলার পরই ভারত পাকিস্তানের দিকে আঙুল তোলে৷ কিন্তু ভারতেরও মনে রাখা উচিত তারাও জঙ্গিমুক্ত দেশ নয়৷ জঙ্গিহানার ঘটনায় ইসলামাবাদের উপর ক্রমাগত চাপ দিয়ে চলেছে নয়াদিল্লি৷ পাকিস্তানের দিকে বারবার আঙুল তোলার অধিকার নেই ভারতের৷ ওখানে কিছু হলে আমাদের চোখ রাঙাতে পারে না ওরা৷’

মোশাররফ মনে করেন, নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রীর হিসেবে ক্ষমতায় বসার পর থেকেই অসন্তুষ্ট ভারতের সংখ্যালঘু সম্প্রদায়৷ এদিন অটলবিহারি বাজপেয়ির সঙ্গেও নরেন্দ্র মোদির তুলনা করেন তিনি৷ মোশাররফের কথায়, ভারত-পাকিস্তান সম্পর্কের ক্ষেত্রে বাজপেয়ির পদক্ষেপ ছিল অনেক বেশি উল্লেখযোগ্য৷
১২ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে