আন্তর্জাতিক ডেস্ক : স্বামীর পেতে রাখা গোপন ক্যামেরায় শাশুড়িকে পেটানোর ফুটেজ দেখে এক মহিলাকে আটক করেছে ভারতের উত্তর প্রদেশ রাজ্যের পুলিশ।
স্ত্রীর অত্যাচারী স্বভাবের প্রমাণ দিতে ঘরে সিসিটিভি ক্যামেরা বসিয়েছিলেন সঙ্গীতা জৈনের স্বামী সন্দীপ জৈন। ৭০ বছরের বৃদ্ধা শাশুড়ি রাজ রানী জৈনকে পেটানোর ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে উত্তর প্রদেশের বিনজোর জেলা পুলিশ ব্যবস্থা নেয়।
ফুটেজটি সপ্তাহ খানেক আগের হলেও পুলিশ আজ মঙ্গলবার সঙ্গীতা জৈনকে আটক করেছে।
পুলিশের এক কর্মকর্তা বলেছেন, স্বামী-স্ত্রী এবং শাশুড়িরে মধ্যে রাতদিন ঝগড়া মারামারি হতো ওই পরিবারে। সন্দীপ জৈন অভিযোগ করেছেন, সাত বছর আগে বিয়ের পর থেকেই তার পরিবারের ওপর তার স্ত্রী নানাভাবে অত্যাচার শুরু করে।
তবে সেই অত্যাচারের অভিযোগ করতে তিনি এত বছর কেন অপেক্ষা করলেন- তার কোনো সদুত্তর সন্দীপ জৈন দিতে পারেননি।
শাশুড়িতে হত্যার চেষ্টায় অভিযুক্ত সঙ্গীতা জৈন এখন পর্যন্ত সিসিটিভি ফুটেজ সম্পর্কে কোনো কথা বলেননি।
ইন্টারনেটে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায়, এক মহিলা বিছানায় লেপ গায়ে দেয়া এক বৃদ্ধাকে চড়-থাপ্পড় মারছেন, তাকে টেনে হিঁচড়ে নামানোর চেষ্টা করছেন। কখনো কখনো বৃদ্ধার কণ্ঠ চেপে ধরতেও দেখা গেছে তাকে। পুতা দিয়েও আঘাত করতে দেখা গেছে।
হাসপাতালে ভর্তি হওয়া রাজ রানী জৈন অভিযোগ করেছেন, আমার পুত্রবধূ আমার গলা টিপে মারার চেষ্টা করেছিল। আমার দিকে সে পাথর ছুড়ে মেরেছিল
এমন দজ্জাল পুত্রবধূর ফুটেজ দেখে ইন্টারনেটে বহু মানুষ ক্রদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
জেলা পুলিশের কর্মকর্তা দলজিত সিং জানিয়েছেন, তারা এ ঘটনা তদন্ত করছেন।
১২ জানুয়ারি,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম