মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০১৬, ০৭:২০:৫২

জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী হচ্ছেন মুফতি মাহবুবা

জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী হচ্ছেন মুফতি মাহবুবা

আন্তর্জাতিক ডেস্ক :  ভারত-শাসিত জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী মুফতি মোহাম্মদ সাঈদ বৃহস্পতিবার নয়া দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (এআইআইএমএস) মারা যান। তার মৃত্যুর পর কাশ্মীরের মুখ্যমন্ত্রী কে হবেন এ কথা উঠতেই সরকার এবং বিরোধী দরেন পক্ষ থেকে জানানো হয় সাঈদের কন্য মাহবুবাই এই পদের জন্য যোগ্য ব্যক্তি।

জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মুফতি মোহাম্মদ সাঈদের কন্যা মাহবুবা মুফতি তার পিতার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন পর্ব মিটলেই নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। এই খবর জানানো হয়েছে তার দল পিপলস ডেমোক্র্যাটিক পার্টি-র পক্ষ থেকে।

পিডিপি-র মুখপাত্র মাহবুবা বেগ একথাও জানিয়েছেন, শপথ গ্রহণের ব্যাপারে দল এবং তাদের জোটসঙ্গী বিজেপি-র পক্ষ থেকে কোনো শর্তারোপ নেই বলেই জানা যায়। সাতদিনের শোকজ্ঞাপন পর্ব সমাধা হলেই তিনি শপথ নিচ্ছেন। বুধবার শেষ হচ্ছে শোকজ্ঞাপন পর্ব। মাহবুবা সরকারের সঙ্গেও জোটের সম্পর্ক একই রকম থাকবে, একথাও জানিয়েছেন তিনি।

প্রয়াত মুখ্যমন্ত্রীর নীতি ও আদর্শকে বহন করবে পরবর্তী সরকার। তার অসমাপ্ত কাজ ও গৃহিত পরিকল্পনাগুলির বাস্তবায়নে সচেষ্ট থাকবে পিডিপি একথাই জানিয়েছেন মুফতি মাহবুবা।
১২ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে