মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০১৬, ০৭:৩৯:৫২

'পরমাণু যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে আমেরিকা'

'পরমাণু যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে আমেরিকা'

আন্তর্জাতিক ডেস্ক :  বিশ্বের বিভিন্ন দেশ যখন তাদের পরামাণু শক্তি প্রদর্শন করে চলছে, তখন কি আর বর্তমান বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ আমেরিকা বসে থাকতে পারে? আর তাই এবার আমেরিকা পরমাণু যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে কানাডার 'সেন্টার ফর রিসার্চ অন গ্লোবাল'। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন নথি বিশ্লেষণ করে সংস্থাটি এ তথ্য জানিয়েছে। রেডিও তেহরানের এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

গ্লোবাল রিসার্চ'র প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের সামরিক নথিতে দেখা যাচ্ছে প্রেসিডেন্ট বারাক ওবামার সরকার ৩০ বছরের জন্য এক ট্রিলিয়ন ডলারের একটি পরিকল্পনা নিয়েছে। এ পরিকল্পনার আওতায় নতুন প্রজন্মের পরমাণু বোমা, বোমারু বিমান, সাবমেরিন এবং আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করা হবে।

গ্লোবাল রিসার্চের প্রতিবেদনে আরও বলা হয়েছে, জাপানের হিরোশিমায় আমেরিকা যে বোমা ব্যবহার করা হয়েছিল তার চেয়ে ছয় গুণ ধ্বংস ক্ষমতাসম্পন্ন পরমাণু বোমা ব্যবহারের অনুমতি দিয়ে রেখেছে মার্কিন সিনেট।

গ্লোবাল রিসার্চের ওয়েব সাইটে আরও বলা হয়েছে, আগাম পরমাণু হামলার জন্য যেসব শহরের তালিকা করা হয়েছে তাতে রাশিয়া, চীন, ইরান, সিরিয়া ও উত্তর কোরিয়ার বিভিন্ন শহর রয়েছে। আমেরিকা পরমাণু অস্ত্র ব্যবহারের যে পরিকল্পনা নিয়ে রেখেছে তা বাস্তবায়িত হলে গোটা বিশ্বই ধ্বংস হয়ে যাবে বলে মন্তব্য করেছে 'গ্লোবাল রিসার্চ'।
১২ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে