বুধবার, ১৩ জানুয়ারী, ২০১৬, ১২:৫৯:১০

ফের কমল জ্বালানি তেলের দাম

ফের কমল জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে এবার প্রতি ব্যারেল অশোধিত তেলের দাম ৩০ মার্কিন ডলারের নীচে নেমে এসেছে।

গত ১২ বছরের মধ্যে এটিই সবচেয়ে কম দাম।

২০০৩ সালের ডিসেম্বরের পর এই প্রথম তেলের দাম এতো নীচে নেমে এলো।

চলতি বছরই তেলের দাম প্রায় ১৯ শতাংশ কমে গেছে।

২০১৪ সালের জুনের তুলনায় দাম কমেছে প্রায় ৭২ শতাংশ।  সে সময় প্রতি ব্যারেল তেলের দাম ছিল ১০৮ মার্কিন ডলার।

মঙ্গলবার প্রতি ব্যারেল তেলের দাম ৩ শতাংশ কমে যায়। এ নিয়ে চলতি বছরের শুরুতে টানা সাতদিন তেলের দাম কমেছে।

এদিকে ব্যাংকিং জায়ান্ট স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বলেছে, তেলের দাম কমে প্রতি ব্যারেল ১০ ডলারে নামতে পারে।
১৩ জানুয়ারি ২০১৬ এমটিনিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে