আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের দশজন নাবিকসহ দুটি নৌকা আটক করেছে ইরান। যান্ত্রিক ত্রুটির কারণে ইরানের জলসীমায় ভেসে আসার কারণেই এই দুটি নৌকা আটক করা হয়। পেন্টাগনের পক্ষ থেকে একথাই জানানো হয়েছে। আটক করা নৌকা দুটি কুয়েত এবং বাহরাইনের এক প্রশিক্ষণ অভিযানে অংশ নিতে যাচ্ছিল পথের মধ্যে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ার কারণে ভাসতে ভাসতে ইরানের জনসীমায় ডুকে যায়। ত্রুটির কারণে ওই দুটি নৌকার সাথে মার্কিন নৌবাহিনীও যোগাযোগ হারিয়ে ফেলে। আর তখনি এই নৌকা দুটিকে আটক করে ইরানের নৌবাহিনী। পরে অবশ্য ইরানের পক্ষ থেকে জানানো হয় নৌকাসহ নাবিকরা নিরাপদেই আছেন।
এই ঘটনাটি ঘটেছে ইরানের ফার্সি দ্বীপের কাছে। ঘটনার পরপরই ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফের সঙ্গে যোগাযোগ করেছেন মার্কিন বিদেশ বিষয়ক মন্ত্রী জন কেরি। ইরানের পারমানবিক চুক্তির বিষয়ে কয়েক বছরের দীর্ঘ বৈঠকের পর এই দুই বিদেশ বিষয়ক মন্ত্রীর মধ্যে একটি ব্যক্তিগত সম্পর্কও তৈরি হয়েছে।
তবে আমেরিকা যান্ত্রিক ত্রুটির কথা বললেও ইরানের এক সংবাদ সংস্থা জানিয়েছে, ইরানের জলসীমায় অনুপ্রবেশের কারণে ৯ জন পুরুষ এবং এক মহিলা নাবিককে আটক করা হয়েছে। যদিও ওয়াশিংটন বলছে নাবিকদের দ্রুত ফিরিয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইরান, তবে কবে তাদের ফিরিয়ে দেওয়া হবে তা এখনও পরিষ্কার নয়।
১৩ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই