বুধবার, ১৩ জানুয়ারী, ২০১৬, ০৬:১১:৫৬

পুলিশকে ছবি পাঠিয়ে গ্রেফতার অপরাধী!

পুলিশকে ছবি পাঠিয়ে গ্রেফতার অপরাধী!

আন্তর্জাতিক ডেস্ক : অপরাধ করারা পর কখনো অপরাধী তা শিকার করে না। কিন্তু  বিচিত্র কাণ্ড ঘটিয়েছেন আমেরিকার ওহায়োর বাসিন্দা ডোনাল্ড পুগ। অপরাধের শাস্তি দিতে তাকে বেশ কিছুদিন ধরে খুঁজেতে থাকে পুলিশ। কিন্তু কোথাও তাকে খুঁজে পাচ্ছিল না লিমা পুলিশ বিভাগ। এরপর ওয়েবসাইটে পুগের একটা ছবি ছাপিয়ে নোটিস জারি করে তারা। ছবিটি চোখে পড়ে পুগের। কিন্তু নিজের এমন কুৎসিত ছবি মোটেই পছন্দ হয়নি পুগের।

তাই বেশ কয়েকটি হাসি হাসি মুখের ছবি তুলে পুগ নিজেই পাঠিয়ে দেন লিমা পুলিশের কাছে। সঙ্গে নোটে লেখেন, তিনি মোটেই দেখতে খারাপ নন। অতএব তার খারাপ ছবি ছাপতে পারে না পুলিশ। পুলিশও ছবি পেয়ে আহ্লাদে আটখানা। সঙ্গে সঙ্গে পুগের ভাল ছবি ওয়েবসাইটে আপলোড করে দেয় তারা। একইসঙ্গে পুগকে জানায়, অবিলম্বে তাদের সঙ্গে দেখা করতে। দেখা করার পর পুগকে গ্রেফতারও করতে পারে তারা।
১৩ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে