বুধবার, ১৩ জানুয়ারী, ২০১৬, ০৬:২১:৩৯

মাটির গভীরে ভয়াবহ ফাটল, যে কোন সময় বড় ধরণের ভূমিকম্প

মাটির গভীরে ভয়াবহ ফাটল, যে কোন সময় বড় ধরণের ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেনের আগ্নেয়গিরি এবং ভূমিকম্প গবেষণা সংস্থা কোমেট জানিয়েছে কাঠমান্ডুর ভু-অভ্যন্তরে গভীর ফাটলের সৃষ্টি হয়েছে। এর ফলে নেপাল ও তার পার্শ্ববর্তী অঞ্চলে যে কোন সময় বড় ধরণের ভূমিকম্প আঘাত হানতে পারে।খবর-কলকাতা২৪।

ওই গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে খরবে বলা হয়, ২০১৫ সালের এপ্রিল মাসে নেপালে যে ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল মূলত ওই ভূমিকম্পের জেরেই নেপালের রাজধানী কাঠমান্ডুর ভু-অভ্যন্তরের মাত্র ১১ কিলোমিটার গভীর ফাটলের সৃষ্টি হয়েছে। যার ফলে ভারতীয় অঞ্চলের উপর ক্রমাগত ভূমিকম্পের চাপ বাড়ছে। যা ভবিষ্যতে প্রবল ভূমিকম্পের জন্ম দেবে বলে বলে ওই গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে।
ওই গবেষণায় আরও দেখা গিয়েছে, নেপালের ভুমিম্পের জেরে ওই অঞ্চলে চ্যুতিরেখার সৃষ্টি হচ্ছে। যার ফলে হিমালয় পর্বতের একাংশের উচ্চবৃদ্ধি হয়েছে। ভূত্বকের ২০ কিলোমিটার গভীরে সৃষ্টি হওয়া ওই ফাটল কাঠমান্ডু শহরের ভু-অভ্যন্তর ভাগের ১১ কিলোমিটার গভীর পর্যন্ত এসে থেমেছে।
এ বিষয়ে কোমেটের সদস্য জল এলিয়টেন বলেন, ভারতীয় পাতের সঙ্গে এশীয় পাতের সংঘর্ষের ফলেই এক সময় নেপালে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের জন্ম হয়েছিল। নেপালের ভু-অভ্যন্তরে নতুন যে ফাটলের সৃষ্টি হয়েছে, তা যে কোনও সময় ভয়ঙ্কর ভূমিকম্পের জন্ম দিতে পারে।
উল্লেখ্য, গত বছর এপ্রিলে সৃষ্টি হওয়া ওই ভূমিকম্পে নেপালে আট হাজারেরও বেশি মানুষ মারা যায়।
১৩ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে