বুধবার, ১৩ জানুয়ারী, ২০১৬, ০৬:৩১:৪৭

পাঠানকোট হামলা নিয়ে বাড়াবাড়ি করছে ভারত : মোশাররফ

পাঠানকোট হামলা নিয়ে বাড়াবাড়ি করছে ভারত : মোশাররফ

আন্তর্জাতিক ডেস্ক : পাঠানকোট হামলার বিষয় নিয়ে ভারত খুবই বাড়াবাড়ি করছে। কারণ এরকম ঘটনা আগেও ঘটেছে এবং আগামী দিনেও ঘটার সম্ভাবনা রয়েছে। এই ভাষাতেই হুঁশিয়ারি দিয়ে কথা বললেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ। একটি পাকিস্তানি টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ভারত-পাকিস্তান দুটি দেশই সন্ত্রাসের শিকার। তাই এই ধরনের ঘটনায় এতটা অবাক হওয়ার কিছু নেই। আমরা চাইছি যাতে এই ধরনের হামলা না হয় তবে বেশি উত্তেজিত হওয়ারও কোন প্রয়োজন নেই।’ মোশারফের দাবি, প্রত্যেক হামলার ঘটনায় জঙ্গিদের পাকিস্তানি বলেও ধরে নেয় ভারত। তবে ভারতেও অনেক সন্ত্রাসী রয়েছে। ভারতও পুরোপুরি মুক্ত নয়।

জঙ্গি হামলা হলেও ভারত যে পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করে, তা যুক্তিযুক্ত নয় বলেও দাবি করেন সাবেক এ প্রেসিডেন্টের। এই প্রসঙ্গে তিনি বলেন, 'সন্ত্রাস নিয়ে বারবার পাকিস্তানের উপর এইভাবে চাপ সৃষ্টি করা উচিৎ নয়। হতে পারি আমরা ছোট দেশ। কিন্তু আমাদের আত্মসম্মান রয়েছে। ভারতের বিভিন্ন জায়গায় রয়েছে সন্ত্রাসীরা। কিন্তু, ভারত বরাবর এই সন্ত্রাসকে 'ওয়ান-সাইডেড' ইস্যু বলে ধরে নিয়ে দোষারোপ করে চলেছে।

মোদি সরকার যখন থেকে ক্ষমতায় এসেছে, তখন থেকে ভারতে মুসলিম এলাকাগুলিতে অস্বস্তি তৈরি হয়েছে বলে উল্লেখ করেন মোশাররফ। বাজপেয়ী সরকারের সঙ্গে তুলনা করে তিনি বলেন, তার আমলে দুই দেশের সম্পর্ক উন্নতি করেছিল। অটল বিহারী বাজপেয়ী ও মনমোহন সিং-এর আমলে দুই দেশের সম্পর্কে যেভাবে এগোচ্ছিল মোদি ক্ষমতায় আসার পর সেটা শেষ হয়ে গিয়েছে বলে জানান মোশারফ। মনমোহন ও বাজপেয়ী সমস্যা সমাধানের ক্ষেত্রে অনেক বেশি তৎপর ছিলেন বলেও জানান তিনি। আর মোদির আচমকা পাকিস্তান সফরকে 'লোক দেখনো' বলেই দাবি করছেন তিনি।
১৩ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে