আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দিয়ারবাকির প্রদেশের জেলা পুলিশের সদরদপ্তরে এক গাড়িবোমা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে এক নারী ও একটি শিশু রয়েছে বলে বিবিসির খবরে বলা হয়েছে।
হামলায় আরো অন্তত ৩৬ জন আহত হয়েছেন। আরও হতাহতের আশংকা করা হচ্ছে। ধ্বংসস্তুপে উদ্ধার অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।
এ হামলার জন্য তুরস্কের কর্মকর্তারা কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) দায়ী করছে, যাদের তৎপরতা মূলত তুরস্কের কুর্দি প্রধান দক্ষিণ-পূর্ব প্রদেশগুলোতেই সীমাবদ্ধ। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।
তুর্কি গণমাধ্যম জানিয়েছে পুলিশের দপ্তরের প্রবেশ পথে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়েছে। বিস্ফোরণে আশপাশের আবাসিক ভবনগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে।
সাম্প্রতিক সময়ে দিয়ারবাকির প্রদেশে পিকেকে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে তুর্কি সেনাবাহিনীর ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।
১৪ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস