শনিবার, ১৬ জানুয়ারী, ২০১৬, ১১:১৭:২২

ভয়াবহ সংকটে ভেনেজুয়েলা, প্রেসিডেন্টের ডিক্রি জারি

ভয়াবহ সংকটে ভেনেজুয়েলা, প্রেসিডেন্টের ডিক্রি জারি

আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ সংকটে পড়েছে ভেনেজুয়েলা। এই সংকট মোকাবেলায় ৬০ দিনের জন্য অর্থনৈতিক জরুরী অবস্থা ঘোষণা করেছে দেশটির সরকার।

দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ডিক্রি জারির মাধ্যমে দুই মাসের এই জরুরি অবস্থার ঘোষণা করেন।

কংগ্রেসে বিরোধী ডানপন্থীদল সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর প্রথমবারের মত প্রেসিডেন্ট মাদুরো কংগ্রেসে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের কয়েক ঘণ্টা পূর্বে এ ঘোষণা দেয়া হয়।

ডিক্রি জারির মাধ্যমে ব্যবসা-বাণিজ্য, শিল্প উৎপাদন এবং মুদ্রা স্থানান্তরের উপর আরো বেশি রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ আরোপ করা হল।

ভেনেজুয়েলায় বিশ্বের সর্বাধিক তেলের মজুদ রয়েছে বলে ধারণা করা হয়। তেলের মূল্য হ্রাসের কারণে গত ১৮ মাসে দেশটির প্রায় ৬০% আয় কমে গিয়েছে বলে জানিয়েছে বিবিসি।

এর প্রভাব পড়েছে মুদ্রাস্ফীতির উপর। ভেনেজুয়েলার কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ২০১৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত মুদ্রাস্ফীতি পূর্বের সব রেকর্ড ছাড়িয়ে ১৪১% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। দেশটির আয়ের ৯৫% আসে তেল রপ্তানি থেকে।

মুদ্রাস্ফীতির ক্রমবৃদ্ধি ও দৈনন্দিন প্রয়োজনীয় পণ্যের সরবারহ ঘাটতি জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দিয়েছে বহুগুণ। ফলে হুগো শ্যাভেজ পরবর্তী সময়ে ভেনেজুয়েলা বর্তমানে সবচেয়ে কঠিন সময় অতিক্রম করছে।
১৬ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে