মঙ্গলবার, ১৭ মে, ২০২২, ০৩:৩৬:১৬

ইমরান খানের মোবাইল ফোন চুরি!

ইমরান খানের মোবাইল ফোন চুরি!

আন্তর্জাতিক ডেস্ক : প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের মোবাইল ফোন চুরির ঘটনায় শোরগোল পড়ে গেল। জানা যাচ্ছে, ইমরান খানের একজোড়া মোবাইল ফোন চুরি হয়েছে। তাঁকে খুনের চক্রান্ত করা হচ্ছে বলে চাঞ্চল্যকর দাবি করেছিলেন ইমরান।

চক্রান্তকারীদের নাম তুলে ধরে একটি ভিডিয়ো ক্লিপ তৈরি করবেন বলে সম্প্রতি দাবি করেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। তারপরই মোবাইল চুরির ঘটনা নয়া মাত্রা যোগ করল বলেই মনে করছে সংশ্লিষ্ট মহলের একাংশ।

ইমরান খানের এক মুখপাত্র শাহবাজ গিল টুইট করে জানিয়েছেন যে, শিয়ালকোট বিমানবন্দর থেকে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর ফোন চুরি করা হয়েছে। তিনি বলেছেন, ইমরানের জন্য কোনও নিরাপত্তারক্ষী ছিলেন না। 

রবিবার ফয়সলাবাদে একটি বিশাল জনসভা করেন ইমরান। সেই কর্মসূচির মঞ্চে তিনি দাবি করেন, তাঁকে যেকোনও সময় দেশের সরকার খুন করতে পারে! আর যদি তেমনটা ঘটে, তাহলে তাঁর হয়ে যেন তাঁর সমর্থকরা সুবিচার আদালয়ের লড়াইয়ে সামিল হন! 

একইসঙ্গে, তাঁর চ্যালেঞ্জ, দেশের অর্থনীতির এই বেহাল দশা সামলানোর ক্ষমতা কি আদৌ বর্তমান সরকারের আছে? ইমরান খান তাঁর অনুগামীদের জানান, "আমি একটা ভিডিয়ো রেকর্ড করে রেখেছি। 

কারণ, আমি জানি, ইতিহাস সাক্ষী আছে, আমাদের দেশের বিচারব্যবস্থা ক্ষমতাধর অপরাধীদের শাস্তি দিতে পারে না। তাই আমি এর বিচার মানুষের হাতেই ছেড়ে যাচ্ছি। যদি আমার সঙ্গে কোনও অঘটন ঘটে, তাহলে গোটা দেশ তার জন্য সুবিচার চাইবে।"

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে