শুক্রবার, ২০ মে, ২০২২, ০১:২৫:১৭

উত্তর কোরিয়ার অজানা ‘জ্বরে’ তড়িঘড়ি ব্যবস্থা নিল চীন

উত্তর কোরিয়ার অজানা ‘জ্বরে’ তড়িঘড়ি ব্যবস্থা নিল চীন

আন্তর্জাতিক ডেস্ক : পড়শি দেশ উত্তর কোরিয়ায় গত কয়েক সপ্তাহে ‘জ্বরে’ আক্রান্ত হয়েছেন অন্তত ১৭ লক্ষ মানুষ। সেই জ্বর সম্ভবত ক'রো'না সংক্রমণ, এই আশঙ্কায় তড়িঘড়ি ব্যবস্থা নিল চিন।

উত্তর কোরিয়ার সীমান্ত থেকে মাত্র ৩০০ কিলোমিটার দূরে চিনের বন্দর শহর ডালিয়ানে প্রায় ৭৫ লক্ষ বাসিন্দার এক দিন অন্তর ক'রো'না পরীক্ষা করানোর নির্দেশ দেওয়া হয়েছে। 

প্রশাসনের তরফে জানানো হয়েছে, ক'রো'না পরীক্ষায় অভিনব পদ্ধতি নিয়েছে তারা। মঙ্গলবার শুধুমাত্র মহিলারা, বৃহস্পতিবার শুধুমাত্র পুরুষেরা এবং শনিবার প্রয়োজনে সকলের পরীক্ষা করা হবে। লি'ঙ্গভেদে করোনা পরীক্ষায় প্রশাসনের যুক্তি, ছোট পরিবারে এক জন করে মহিলা এবং এক জন করে পুরুষ থাকেন বলে ধরে নেওয়া হয়। 

লিঙ্গ ভিত্তিক পরীক্ষা পদ্ধতিতে একই পরিবারে সংক্রমণের বিষয়টির উপরে নিবিড় ভাবে নজর রাখা যাবে। তবে এই পদ্ধতিতে বাসিন্দাদের মধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছে।

ক'রো'নার বিরুদ্ধে প্রথম থেকে ‘জ়িরো টলারেন্স’ নীতি নিয়ে চলছে চিন। সম্প্রতি ৬৯ জনের সং'ক্র'মণ ধরা পড়ায় রাজধানী বেজিংয়ে কড়া নিয়মবিধি মেনে চলার নির্দেশ দিয়েছেন কর্তৃপক্ষ। 

এই অবস্থায় উত্তর কোরিয়ায় অজানা সংক্রমণ হুহু বাড়তে থাকায় উদ্বিগ্ন চিন। বিদেশ থেকে সংক্রমণ রুখতে উত্তর চিনের আর এক বন্দর শহর তিয়ানজিনের সাবওয়ে আংশিক বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে অভিযোগ উঠেছে, সংক্রমণ রুখতে অতিরিক্ত রাসায়নিক জী'বাণু'নাশ'ক ব্যবহার করছে চিনের প্রশাসন। সেটা এত পরিমাণেই যে, সম্প্রতি শাংহাইয়ের বাতাসে ধোঁয়াশা তৈরির খবর মিলেছে। সূত্র: আনন্দবাজার

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে