সোমবার, ২৩ মে, ২০২২, ১১:৩৭:২৪

যাদের আছে এই ধরণের ফোন তাদের মাথায় হাত!

যাদের আছে এই ধরণের ফোন তাদের মাথায় হাত!

আন্তর্জাতিক ডেস্ক : যাদের আছে এই ধরণের ফোন তাদের মাথায় হাত! কেন এমনটি বলা হচ্ছে? তাহলে চলুন আসল কথায় যাওয়া যাক। সম্প্রতি WABetainfo-র তরফে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। 

এবং ওই রিপোর্টেই এবিষয়ে যাবতীয় তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে কোন কোন OS ভার্সনের জন্য আর Whatsapp আপডেট পাঠানো হবে না। এই আপডেট না পাঠানোর ফলে চলতি বছরের 24 অক্টোবর থেকে ওই OS ভার্সনগুলিতে আর Whatsapp ব্যবহার করা সম্ভব নয়।

একাধিক ফোনে চলবে না Whatsapp। সংস্থার তরফে এবিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে, একাধিক OS ভার্সনে Whatsapp আর কোনও সাপোর্ট দেবে না।ফলে সেই সব ভার্সনগুলিতে যে Whatsapp ব্যবহার করা হয় সেগুলি আর আপডেট হবে না। ফলে ওই OS-এর জন্য কোনও আপডেট প্যাচ পাঠাবে না WhatsApp।

সম্প্রতি WABetainfo-র তরফে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। এবং ওই রিপোর্টেই এবিষয়ে যাবতীয় তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে কোন কোন OS ভার্সনের জন্য আর Whatsapp আপডেট পাঠানো হবে না। এই আপডেট না পাঠানোর ফলে চলতি বছরের 24 অক্টোবর থেকে ওই OS ভার্সনগুলিতে আর Whatsapp ব্যবহার করা সম্ভব নয়।

কোন কোন ফোনে এই সমস্যা হবে? যারা শুধুমাত্র iOS 10 এবং iOS 11 প্ল্যাটফর্ম ব্যবহার করেন তাদের ক্ষেত্রেই এই সমস্যা হবে। Android ব্যবহারকারী বা iOS এর অন্য ভার্সন ব্যবহারকারীদের ক্ষেত্রে এই সমস্যা হবে না। তবে জানা গেছে, মাত্র Apple-এর দুটি মডেলের ব্যবহারকারীরা এই সমস্যায় পড়বেন।

যে সব Apple ব্যবহারকারীর কাছে iPhone 5 এবং iPhone 5C রয়েছে তাঁরা নির্দিষ্ট দিনের পর থেকে আর Whatsapp ব্যবহার করতে পারবেন না। তবে যারা iPhone 5s এবং iPhone 6-এর ক্ষেত্রে কোনও সমস্যা হবে না। কারণ ওই দুটি মডেলে এখন Whatsapp চলবে। 

তবে পরবর্তীতে যদি পরবর্তীতে সম্পূর্ণভাবে ওই দুটি মডেলে Whatsapp বন্ধ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে বিশেষ নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেবে ওই মেসেজিং সংস্থা।

আগামী মাসেই রয়েছে WWDC 2022। মনে করা হচ্ছে ওই অনুষ্ঠানেই iOS 16 লঞ্চ করতে পারে Apple। এবং চলতি বছরের শেষ থেকে বিভিন্ন মডেলের ফোনে এই নতুন OS দেওয়া শুরু হবে। এছাড়াও ওই অনুষ্ঠানেই iPhone 14 লঞ্চ করতে পারে সংস্থাটি।

অন্যদিকে সম্প্রতি এই সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, iOS 16-র জন্য বিশেষ অ্যাপ বাজারে আনতে পারে Apple।-এই সময়

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে