বুধবার, ২৫ মে, ২০২২, ০৭:৪৩:২৪

১৪ ইঞ্চির 'সিঙ্গাপুরী কলা' চাষ করে তাক লাগালেন কৃষক

১৪ ইঞ্চির 'সিঙ্গাপুরী কলা' চাষ করে তাক লাগালেন কৃষক

আন্তর্জাতিক ডেস্ক:  প্রাতরাশে অনেকেই রুটির সঙ্গে সিঙ্গাপুরী কলা খান। ফলাহারের তালিকার মধ্যেও অনেকে সিঙ্গাপুরী কলা রাখেন। সাধারণত আমরা যে সিঙ্গাপুরী কলা বাজারে দেখে থাকি, তা সাত কিংবা আট ইঞ্চি হয়ে থাকে। 

কিন্তু মধ্যপ্রদেশের এক কৃষক এক ধরনের সিঙ্গাপুরী কলার চাষ করেছেন যার এক একটির আকার ১৪ ই়ঞ্চি!

মধ্যপ্রদেশের বড়ওয়ানি জেলার কৃষকের ফলানো সেই কলা নিয়ে এখন দেশ-বিদেশে চর্চা চলছে। কৃষকের নাম অরবিন্দ জাট। সওয়া ৬ একর জমিতে তিনি এই কলার চাষ করেছেন। জি-৯ প্রজাতির এই কলা। ইরাক এবং ইরানেও এই কলার চাহিদা বাড়ছে। 

গত ৩৭ বছর ধরে কলার চাষ করছেন অরবিন্দ। এর আগে এত বড় কলা ফলাতে পারেননি তিনি। এ বার বিশাল আকারের কলা ফলিয়ে উচ্ছ্বসিত মধ্যপ্রদেশের এই কৃষক। তাঁর দাবি, এক একটি কলার ওজন ২৫০ গ্রামের বেশি।

অরবিন্দ আরও জানিয়েছেন, রাজ্যে এই কলার এক একটি দাম ৭ টাকা। কিন্তু বিদেশে এর দাম সাড়ে ১৫ টাকা। তবে মধ্যপ্রদেশের এই কৃষকের থেকেও বড় আকারের কলার ফলন হয় তামিলনাড়ুতে। সেখানে এক একটি কলার আকার ১৮ ইঞ্চি। এ বার তামিলনাড়ুর সেই কলার সঙ্গে আকারে পাল্লা দিতে চলেছে মধ্যপ্রদেশ। সূত্র: আনন্দবাজার

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে