শুক্রবার, ২৭ মে, ২০২২, ০২:৩৯:০৯

বাজারে এলো দুর্দান্ত স্কুটার, খুব বেশি খরচ করতে হবে না

   বাজারে এলো দুর্দান্ত স্কুটার, খুব বেশি খরচ করতে হবে না

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ইলেকট্রিক স্কুটার বাজারে জনপ্রিয় নাম Hero Electric। কোম্পানির ঝুলিতে রয়েছে একের পর এক দুর্দান্ত সব মডেল। Atria, Flash, Photon, Optima, NYX মডেলগুলি গ্রাহকদের মধ্যে বেশ জনপ্রিয়। সম্প্রতি বাজারে এসেছে কোম্পানির নতুন ইলেকট্রিক স্কুটার Hero Eddy। চোখ ধাঁধানো লুকসের সঙ্গেই এই স্কুটারে মিলবে দুর্দান্ত রেঞ্জ।

ভারতের ইলেকট্রিক স্কুটার বাজারে জনপ্রিয় নাম Hero Electric। কোম্পানির ঝুলিতে রয়েছে একের পর এক দুর্দান্ত সব মডেল। Atria, Flash, Photon, Optima, NYX মডেলগুলি গ্রাহকদের মধ্যে বেশ জনপ্রিয়। সম্প্রতি বাজারে এসেছে কোম্পানির নতুন ইলেকট্রিক স্কুটার Hero Eddy। 

চোখ ধাঁধানো লুকসের সঙ্গেই এই স্কুটারে মিলবে দুর্দান্ত রেঞ্জ। ইলেকট্রিক স্কুটার কেনার ইচ্ছা থাকলে ফাইনান্সে এই ইলেকট্রিক স্কুটার কিনতে পারবেন। 

Hero Eddy কিনতে মাত্র 5000 টাকা ডাউন পেমেন্ট করতে হবে। 2 বছর অথবা 3 বছরের সহজ মাসিক কিস্তিতে বাকি টাকা দেওয়া যাবে। প্রত্যেক মাসে ছোট অঙ্কের EMI দিয়ে এই ইলেকট্রিক স্কুটার বাড়ি আনতে পারবেন।

দিল্লিতে Hero Eddy -র এক শো-রুম দাম 72,000 টাকা। এক চার্জে 85 km চলবে এই ইলেকট্রিক স্কুটার। সর্বোচ্চ 25 kmph গতিতে এই ইলেকট্রিক স্কুটার ছুটবে। 

থাকছে একটি 250 W BLDC মোটর। মাত্র 4-5 ঘণ্টায় সম্পূর্ণ চার্জ হবে এই স্কুটারের ব্যাটারি। বাজারে Ampere Reo Plus, BGauss A2 ও Detel Easy Plus-এর মতো ব্র্যান্ডগুলিকে কড়া প্রতিযোগিতার মুখে ফেলবে Hero Eddy। এই নজরে এই ইলেকট্রিক স্কুটার কেনার জন্য কী ফাইনান্সের সুবিধা রয়েছে দেখে নিন।

খুব সহজেই Hero Eddy বাড়ি নিয়ে যাওয়া সম্ভব। এই জন্য কোন খুব বেশি খরচ করতে হবে না। 72 হাজার টাকা দামের এই ইলেকট্রিক স্কুটার মাত্র 5 হাজার টাকা ডাউন পেমেন্টে বাড়ি নিয়ে যাওয়া যাবে। 

বাকি 67000 তাকা 2 বছরের জন্য 8 শতাংশ হারে সুদে ঋণের মাধ্যমে পরিশোধ করা যাবে। এর পরে 24 মাস 3,030 টাকা EMI দিতে হবে।

তবে Hero Eddy কেনার আগে নিকটবর্তী শোরুমে গিয়ে ফাইনান্সের তথ্য জেনে নিন। প্রত্যেক শো-রুমে আলাদা আলাদা অফার চলতে থাকে। সেখানে ডাউন পেমেন্ট ও EMI-এর অঙ্ক পৃথক হতে পারে। 

তাই বাড়ির পাশের শো-রুমে গিয়ে Hero Eddy ইলেকট্রিক স্কুটারে কী ফাইনান্স অফার রয়েছে তা জেনে নিন।

সম্প্রতি Hero Electric -কে টেক্কা দিয়ে ভারতের জনপ্রিয়তম ইলেকট্রিক স্কুটারের তকমা ছিনিয়ে নিয়েছে Ola Electric। সম্প্রতি ফের Ola S1 Pro বিক্রি শুরু হয়েছে। 

এদিকে লঞ্চের পরে এই প্রথম Ola S1 Pro -এর দাম 10000 টাকা বেড়েছে। তবে আপাতত Ola S1 বিক্রি স্থগিত রেখেছে সংস্থাটি। ফের কবে এই ইলেকট্রিক স্কুটার বিক্রি শুরু হবে তা জানায়নি Ola Electric।-এই সময়

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে