শুক্রবার, ১৭ জুন, ২০২২, ০৯:০২:৫৫

মাত্র 65 পয়সা খরচ প্রতি KM-তে! সাশ্রয়ী দামে দুর্দান্ত স্কুটার

মাত্র 65 পয়সা খরচ প্রতি KM-তে! সাশ্রয়ী দামে দুর্দান্ত স্কুটার

এমটি নিউজ ডেস্ক : নিয়মিত স্কুটার, মোটরসাইকেলে পেট্রল ভরার ঝামেলা থেকে মুক্তির উপায় খুঁজছেন? এই মুহূর্তে ভারতের বাজারে রয়েছে এমন অনেক ইলেকট্রিক স্কুটার সাশ্রয়ী দামে যা কম খরচে যাতায়াতে সাহায্য করবে। 1 টাকারও কম খরচে প্রতি KM যাতায়াত করতে পারবেন এই 3টি স্কুটারে। ইলেকট্রিক স্কুটারের ক্রমবর্ধমান জনপ্রিয়তার মধ্যেই এই স্কুটারগুলি ব্যবহার করে মাসের শেষে অনেকটা সাশ্রয় করতে পারবেন।

নিয়মিত স্কুটার, মোটরসাইকেলে পেট্রল ভরার ঝামেলা থেকে মুক্তির উপায় খুঁজছেন? এই মুহূর্তে ভারতের বাজারে রয়েছে এমন অনেক ইলেকট্রিক স্কুটার যা কম খরচে যাতায়াতে সাহায্য করবে। 1 টাকারও কম খরচে প্রতি KM যাতায়াত করতে পারবেন এই 3টি স্কুটারে। দেখে নিন সাশ্রয়ী দামে দুর্দান্ত স্কুটার:

এই ইলেকট্রিক স্কুটারের দাম শুরু হচ্ছে 59,999 টাকা থেকে (গুজরাটে)। দিল্লি, মহারাষ্ট্র, রাজস্থান, কর্ণাটকের মতো রাজ্যে এই স্কুটার কিনতে অন্তত 79,999 টাকা খরচ করতে হবে। এই ইলেকট্রিক স্কুটারের সর্বোচ্চ গতি 65 kmph। 

পাঁচটি রঙে এই ইলেকট্রিক স্কুটার কেনা যাবে। রয়েছে একটি 2kWh IP67 সার্টিফায়েড ব্যাটারি। অর্থাৎ জল ও ধুলো থেকে এই ইলেকট্রিক স্কুটারের ব্যাটারি সুরক্ষিত থাকবে। 

মাত্র 4 ঘণ্টায় সম্পূর্ণ চার্জ হয়ে যাবে ইলেকট্রিক স্কুটারটি। এই স্কুটারের 1.5 kW মোটরে মিলবে 85 Nm টর্ক। The Bounce Infinity -তে থাকছে 94 লিটার ট্রাঙ্ক। স্কুটারের ওজন 94 kg। থাকছে দুটি পৃথক রাইডিং মোড। পাওয়ার ও ইকো মোডে এই স্কুটার চালানো যাবে। এই ইলেকট্রিক স্কুটারে রয়েছে ক্রুজ কন্ট্রোল, রিভার্স মোডের মতো প্রিমিয়াম ফিচার।

Hero Electric Optima CX: এই স্কুটারের দাম 62,190 টাকা। এক চার্জে 82 km পর্যন্ত ছুটবে এই স্কুটার। এই স্কুটারের সর্বোচ্চ গতি 45 kmph। Hero Electric Optima CX -এ রয়েছে 51.2V 30 Ah লিথিয়াম ব্যাটারি। এই স্কুটার সম্পূর্ণ চার্জ হতে 4-5 ঘণ্টা সময় লাগবে। তিনটি পৃথক রঙে এই ইলেকট্রিক স্কুটার কেনা যাবে।

Amo Jaunty Plus: Amo Jaunty Plus ইলেকট্রিক স্কুটারের দাম 1.07 লাখ টাকা। যদিও সরকারি ভর্তুকির সাহায্য নিয়ে 80,000 টাকায় এই ইলেকট্রিক স্কুটার কেনা যাবে। এই জন্য দিল্লি থেকে কিনতে হবে এই ইলেকট্রিক স্কুটার। 

তবে কয়েকটি রাজ্যে 68,000 টাকা খরচ করেও কেনা যাবে এই ইলেকট্রিক স্কুটার। এক চার্জে 120 km চলবে Amo Jaunty Plus। সর্বোচ্চ 55 kmph গতিতে ছুটবে ইলেকট্রিক স্কুটারটি। রয়েছে 60V, 40Ah লিথিয়াম ব্যাটারি। 3-5 ঘণ্টায় এই স্কুটারের ব্যাটারি সম্পূর্ণ চার্জ হবে। এই স্কুটারে রয়েছে একটি 1.265 kW ইলেকট্রিক মোটর। Amo Jaunty Plus -এর ওজন 82 kg।

অনেকেই ইলেকট্রিক গাড়ির কেনার কথা ভাবছেন। কিন্তু ইলেকট্রিক স্কুটারের ভালো পারফর্মেন্স না পাওয়ার কারণে এই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসছেন অনেকেই। তবে এই স্কুটারগুলিতে একদিকে যেমন দ্রুত সাশ্রয় হবে, অন্যদিকে মিলবে ভালো পারফর্মেন্স।- এই সময়

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে